1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশ আর খুনি মুখোমুখি

২৭ এপ্রিল ২০১৮

পুলিশ কতটা ধৈর্য্যশীল হতে পারে? একজন ভয়ঙ্কর অপরাধীকে ধরার ক্ষেত্রে কতটা সাহস ও দক্ষতার পরিচয় দিতে পারে? টরন্টোতে পথচারীদের ওপরে ভ্যান চালিয়ে দিয়ে দশজনকে হত্যার জন্য অভিযুক্ত যুবককে আটক করার ভিডিওটি দেখলেই তা বোঝা যায়৷

https://p.dw.com/p/2wleM
ছবি: picture-alliance/AP Photo/The Canadian Press/A. V. Elkaim

ক্যানাডার টরন্টোতে দুপুরের ব্যস্ত রাস্তায় পথচারীদের ওপরে ভ্যান চালিয়ে দিয়ে দশজনকে হত্যার ঘটনা ঘটে গত সোমবার৷ সেদিন দুপুরের ওই হামলায় ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন৷ ঘটনায় পুলিশ গাড়িচালক যুবক অ্যালেক মিনাসিয়ানকে গ্রেপ্তার করে৷

বিস্ময়কর হলেও সত্যি, কেন লাম নামের যে পুলিশ অফিসার মিনাসিনাকে ধাওয়া করে গ্রেপ্তার করেন, তিনি পুরো ঘটনায় একটিও গুলি চালাননি৷ এরকম ভয়ঙ্কর একটি কাণ্ড ঘটানো যুবক সামলাতে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন নিজের ঠান্ডা মাথা! ভিডিওটিতে দেখা গেছে, হত্যাকারী মিনাসিনাকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কনস্টেবল কেন লামকে ভয় দেখাচ্ছেন৷ কেন লামের হাতেও আগ্নেয়াস্ত্র ছিল৷ কিন্তু তিনি সেটি না ব্যবহার করেই, কথায় কথায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হন৷

খুনি-পুলিশ মুখোমুখি শ্বাসরূদ্ধকর ঐ ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়ভাইরাল হয়েছে৷ ফেইসবুকে ভিন্ন ভিন্ন নিউজ চ্যানেলগুলো এই ঘটনার ভিডিও দেওয়ার পর দুই দিনে দুই লাখেরও বেশিবার শেয়ার হয়েছে৷ এরমধ্যে ম্যাকলিনস ক্যানাডার ফেইসবুক পেইজ থেকেই এটি শেয়ার হয়েছে ১ লাখ ৮৭ হাজার বার৷ ইউটিউবেও তাদের এ ভিডিও ৭৭ হাজার বার দেখা হয়েছে৷ 

এইচআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান