1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবীর উষ্ণায়ন কমাতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

১৬ সেপ্টেম্বর ২০১০

জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলাসহ পৃথিবীর উষ্ণায়ন কমাতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাসান মাহমুদ৷

https://p.dw.com/p/PDmR
আন্তর্জাতিক, ওজোন, দিবস, Ozon, Climate, Dhaka,
ফাইল ছবিছবি: AP

তিনি বলেছেন, সারা বিশ্বে মানুষ মানুষকে হত্যা করার জন্য কত টাকা ব্যয় করছে, পৃথিবীর উষ্ণায়ন ঠেকাতে এর দশ ভাগ টাকা খরচ করলে নিশ্চিত বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব৷ আন্তর্জাতিক ওজোন দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন৷ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে নানা আয়োজনে এবার আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয়েছে৷

ড. হাসান মাহমুদ বলেন, ওজোন স্তর রক্ষা করতে হলে এর ক্ষয়কারী দ্রব্য সামগ্রীর বিকল্প ব্যবহার জনপ্রিয় করতে হবে৷ জনগণকে ওজোন স্তরের গুরুত্ব ও এর ক্ষয়ের ফলে সৃষ্ট সম্ভাব্য ক্ষতি সম্পর্কে সচেতন করতে হবে৷ এসময় তিনি পরিবেশ সুরক্ষায় সরকারের নানা কর্মসূচি ও উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকলে বাংলাদেশ স্বাক্ষর করেছে৷ প্রটোকলের শর্তাবলী মাঠ পর্যায়ে বাস্তবায়নে ওজোন সেল কাজ করে যাচ্ছে৷ তিনি বলেন, সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে আমাদের সার্বিক পরিবেশ সুরক্ষা করতে হবে৷ জলাবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা, ওজোন স্তর রক্ষা তথা পরিবেশ ব্যবস্থাপনা ও সংরক্ষণে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার সুস্পষ্ট৷

এদিকে, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে জলবায়ু পরিবর্তনজনিত কাজে ব্যবহারের জন্য গঠিত ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড' এর ব্যবহার নীতিমালা আগামী সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে৷ এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক নীতিগতভাবে একমত হয়েছে৷ আগামী সপ্তাহে দুই দেশের কারিগরি বিশেষজ্ঞ দল এ নিয়ে বৈঠক করে নীতিমালাটি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন হাসান মাহমুদ৷

জাতিসংঘের ৬৫তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আরো বেশি আন্তর্জাতিক সহায়তা দাবি করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি৷ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দীপু মনি একথা বলেন৷ জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী শনিবার নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই