1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পৃথিবীর কান্না শুনুন, গরিবের কান্না শুনুন'

১৯ জুন ২০১৫

পরিবেশ বিষয়ে শিক্ষা নথি প্রকাশ করেছে ভ্যাটিকান৷ পোপ ফ্রান্সিস উষ্ণায়নের জন্য অসম আর্থিক ব্যবস্থাকে দায়ী করে এর সমালোচনা করেছেন৷ তাঁর বক্তব্য পরিবেশবিদ, ধর্মীয় চিন্তাবিদ, রাজনীতিবিদসহ প্রায় সব মহলেই প্রশংসিত হচ্ছে৷

https://p.dw.com/p/1FjeW
Papst hält Messe zum 100. Jahrestag des Massenmords an Armeniern
ছবি: Solaro/AFP/Getty Images

বৃহস্পতিবার পরিবেশ নিয়ে প্রথম বারের মতো একটি এনসাইক্লিক্যাল প্রকাশ করেছে ভ্যাটিকান৷ সেখানে পোপ ফ্রান্সিস বিশ্বের সকল ধর্মের, সকল বর্ণের মানুষের প্রতি জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে নৈতিকতাসংশ্লিষ্ট বিষয় হিসেবে ভাবা এবং দেখার আহ্বান জানিয়েছেন৷ ‘লাউডাটো সি'-নামের শিক্ষানথিতে তিনি বিশ্বের সব মানুষের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা পৃথিবীর কান্না শুনুন, গরিবের কান্না শুনুন৷''

সমাজের এক শ্রেণির মানুষের বিলাসবহুল জীবনযাপন, সব কিছুতে অতি লাভের লোভ বিশ্বকে ক্রমশ আবর্জনার স্তূপে পরিণত করছে বলেও মন্তব্য করেছেন তিনি৷ জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়ে পোপ বলেছেন, ‘‘আমরা গত দু'শ বছরে আমাদের আবাসস্থলকে যত আঘাত দিয়েছি, তার সঙ্গে যত দুর্ব্যবহার করেছি, তার আগে কখনো এতটা হয়নি৷ এই পৃথিবী আমাদের ঘর, যতদিন যাচ্ছেই এই ঘর দেখতে ততই আরো অতিকায় আবর্জনার স্তূপের মতো হয়ে যাচ্ছে৷''

Vatikan Papst Franziskus Enzyklika veröffentlicht
পোপ ফ্রান্সিসের ‘লাউডাটো সি' পড়ছেন এক সন্যাসিনীছবি: Reuters/M. Rossi

পরিবেশবিদরা পোপ ফ্রান্সিসের বক্তব্যের অকুণ্ঠ প্রশংসা করেছেন৷ রাজনীতি বিশ্লেষকরাও মনে করছেন, ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরুর এই বক্তব্য পরিবেশের ক্ষেত্রে কাঙ্খিত পরিবর্তনকে সহজ করবে৷ তবে রক্ষণশীল ক্যাথলিক এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিক দলের একটি অংশ এর সমালোচনা করেছেন৷ এক রিপাবলিকান নেতা মনে করেন, ‘‘এটা পুরোপুরি রাজনৈতিক বিষয়৷'' তাঁর মতে, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন – এ সব এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু হয়ে গেছে, এতে ধর্মগুরুর বক্তব্য গ্রহণযোগ্য নয়৷ বিশ্বের অনেক পরিবেশবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকই অবশ্য তা মনে করেন না৷

এসিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান