1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেঁয়াজ: ২৫০০ অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

১৮ নভেম্বর ২০১৯

এখন পর্যন্ত আড়াই হাজার ‘অসাধু' ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন জানিয়েছেন৷ সরকারের নানা উদ্যোগে পেঁয়াজের বাজার ‘অতি দ্রুত' স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা করেছেন তিনি৷

https://p.dw.com/p/3TF2w
Bangladesch Markt | Zwiebeln
ছবি: bdnews24.com/A. Mannan

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সচিব বলেন, ‘‘মিয়ানমার সম্প্রতি পেঁয়াজের রপ্তানি মূল্য চার গুণ বৃদ্ধি করেছে এবং ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে৷''

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানে করে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে সচিব বলেন, আপৎকালীন ব্যবস্থা হিসেবে কার্গো বিমানে করে মিশর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে৷ আপনারা জেনে খুশি হবেন যে, এস আলম গ্রুপের পেঁয়াজের প্রথম চালান আগামীকাল (মঙ্গলবার) কার্গো বিমানে করে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করা যায়৷''

ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে এবং ঢাকাসহ সারাদেশে টিসিবির কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান বাণিজ্য সচিব৷

বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসন তদরকি অব্যাহত রেখেছে জানিয়ে সচিব জাফর বলেন, ‘‘এ পর্যন্ত আড়াই হাজার অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷'' তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি৷

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়তে থাকে৷ ঘূর্ণিঝড় বুলবুলের পর পেঁয়াজের দাম হঠাৎ আরও বেড়ে যায়৷ এরপর সপ্তাহ পার না হতেই আড়াইশ' টাকায় উঠে যায় পেঁয়াজের কেজি৷

ভারত পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পর সরকার এলসি মার্জিন ও সুদের হার কমানোর পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেয়৷ আমদানিকারকদের অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে উদ্বুদ্ধ করা হয়৷ আমদানি করা পেঁয়াজ নির্বিঘ্নে খালাস করার জন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের প্রস্তুতও রাখা হয়েছে৷

বাণিজ্য সচিব বলেন, ‘‘সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করতে চাই, এই সমস্ত উদ্যোগ গ্রহণের ফলে অতিদ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে৷''

এসআই/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান