1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেরেইরার সঙ্গে হাত মেলালেন না দমেনেক

২৩ জুন ২০১০

ফরাসি কোচের উত্তর পেরেইরা ফরাসি দলকে নিয়ে বাজে মন্তব্য করেছেন৷ কিন্তু সেটি কি তা আর খোলাসা হয়নি৷

https://p.dw.com/p/O0Tr
ফরাসি কোচ রেমন্ড দমেনেকছবি: AP

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ১৯৯৮ এর চ্যাম্পিয়ন ও গতবারের রানার্স আপ ফ্রান্স৷ অন্যদিকে ফ্রান্সকে হারালেও দ্বিতীয় পর্বে ওঠা আর হয়নি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার৷ তাই গতকাল দুই দলের ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মন ছিল কিছুটা খারাপ৷ রানার্স আপ হিসেবে ফ্রান্সের এমন বিদায় কেউই আশা করেননি৷ তাই গোটা দলের মধ্যেই ছিল হতাশা৷ অন্যদিকে এই প্রথমবারের মত কোন স্বাগতিক দেশ প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল৷ সেই হিসেবে বাফানা বাফানাদেরও হতাশ হবার মত কারণ রয়েছে বৈকি৷ তবে দক্ষিণ আফ্রিকার দর্শকরা কিন্তু ঠিকই উল্লাস করেছেন৷ কারণ তাদের কাছে যেমন একদিকে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার বেদনা রয়েছে, অন্যদিকে আবার গতবারের রানার্সআপদের হারানোর আনন্দও রয়েছে৷ তাই স্টেডিয়ামের বাইরে ছির বাফানা বাফানা সমর্থকদের উল্লাস৷

কিন্তু এর মধ্যেও একটি ঘটনা ঘটে গিয়েছে যা মোটেই কেউ আশা করেননি৷ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার কোচ পেরেইরা যান ফ্রান্সের কোচ রেমন্ড দমেনেক এর সঙ্গে হাত মেলাতে৷ কিন্তু হাত মেলাতে অস্বীকৃতি জানান দমেনেক৷ তাঁর এই ধরণের আচরণে অনেকটাই হতভম্ব হয়ে পড়েন পেরেইরা৷ কেন হাত মেলাতে চাচ্ছেন না সেই কারণও তিনি জানতে চান ফরাসি কোচের কাছে৷ জবাবে ফরাসি কোচের উত্তর পেরেইরা ফরাসি দলকে নিয়ে বাজে মন্তব্য করেছেন৷ কিন্তু সেটি কি তা আর খোলাসা হয়নি৷ যাই হোক, খেলোয়াড়দের বিদ্রোহ, প্রথম রাউন্ড থেকে দলের বিদায় এবং তার সঙ্গে এমন অখেলোয়াড় সুলভ আচরণ রেমন্ড দমেনেকের ভাবমূর্তি এখন শুন্যের কোঠায়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই