1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোপ গভীরভাবে চিন্তিত

১২ মার্চ ২০১০

জার্মানির বিভিন্ন ক্যাথলিক প্রতিষ্ঠানে শিশুদের যৌন নিপীড়নের ঘটনা একের পর এক প্রকাশ পাওয়ায় পোপ ষোড়শ বেনেডিক্ট গভীরভাবে চিন্তিত৷ জার্মান বিশপ সম্মেলনের সভাপতি রবার্ট সলিচ ভ্যাটিকানে গিয়ে পোপের কাছে সে কথাই শুনেছেন৷

https://p.dw.com/p/MRUv
জার্মান আর্চবিশপ রবার্ট সলিচ’এর সঙ্গে কথা বললেন পোপ ষোড়শ বেনেডিক্টছবি: picture alliance/dpa

আর্চবিশপ রবার্ট সলিচ রোমে গিয়েছিলেন পোপকে তাঁর স্বদেশের ক্যাথলিক গির্জায় একটির পর একটি যৌন কেলেঙ্কারির কথা জানাতে৷ এ'সবের অধিকাংশই কয়েক দশক আগের হলেও, ঘটনাগুলি শিশুদের উপর তাদের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শিক্ষকদের যৌন নিপীড়নের ঘটনা৷ পোপ তাঁর, অর্থাৎ সলিচের বিবরণ শুনেছেন: ‘‘গভীর আগ্রহ, সমবেদনা ও যুগপৎ বিমূঢ়তা নিয়ে,'' জানান সলিচ, এবং উভয়ে বিষয়টি নিয়ে খোলাখুলি কথাবার্তা বলেছেন৷ যৌন নিপীড়নের ঘটনাগুলির তদন্তের ব্যাপারে জার্মান বিশপ সম্মেলন যে সব পদক্ষেপ নিয়েছে, পোপ তা পরিপূর্ণভাবে সমর্থন করেছেন বলে সলিচ জানান৷

জার্মান ক্যাথলিক গির্জার তরফ থেকে সলিচ যোগ করেন: ‘‘এটা স্পষ্ট যে, আমরা বিষয়টি তলিয়ে দেখব এবং আমরা তা নিজেদের ক্ষমতাতেই করব৷ আমরা বাইরে থেকে কোনো সাহায্য প্রার্থনাও করিনি৷ এবং রোমেও আমাকে কেউ বলেনি যে, জার্মানিতে আমাদের সাহায্যের প্রয়োজন৷ জার্মানিতে যা ঘটছে তা নিয়ে সকলেই সন্তুষ্ট, যেমন হোলি ফাদার, তেমনই কার্ডিনালরা৷''

Erzbischof Robert Zollitsch
‘‘এটা স্পষ্ট যে, আমরা বিষয়টি তলিয়ে দেখব এবং আমরা তা নিজেদের ক্ষমতাতেই করব’’ : সলিচছবি: picture-alliance/ dpa

অপরদিকে সলিচ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন: ‘‘আমি স্পষ্ট বলতে চাই, অপ্রাপ্তবয়স্কদের যৌন অপব্যবহার সব সময়েই একটি ঘৃণ্য অপরাধ৷ এক্ষেত্রে পোপ বেনেডিক্ট যা বলেছেন, তা আমি সর্বান্তঃকরণে সমর্থন করি৷ এবং যারা এ'ধরণের অপরাধের শিকার হয়েছে, আমি জার্মানির ক্যাথলিক গির্জার নামে তাদের কাছে ক্ষমা চাইছি৷''

কিন্তু জার্মানিতেই অনেকে আর্চবিশপ সলিচের চেয়েও উঁচু মহল থেকে ক্ষমাপ্রার্থনা কামনা করছেন - যেমন জার্মান সংসদের উপ-সভাপতি ভোলফগাং থিয়ের্জে৷ থিয়ের্জে পোপ বেনেডিক্টের প্রতি স্বয়ং যৌন নিপীড়নের শিকারদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন৷ থিয়ের্জে বলেন, পোপ যদি ক্যাথলিক প্রতিষ্ঠানগুলিতে এ'ধরণের অপরাধীদের অস্তিত্বের জন্য দুঃখপ্রকাশ করেন এবং ক্ষমাপ্রার্থনা করেন, তবে তা যথোপযুক্ত হবে৷ এ'ধরণের একটি ইঙ্গিতের মূল্য কয়েক হাজার ইউরোর ক্ষতিপূরণের চেয়ে বেশী হবে, বলে থিয়ের্জে মন্তব্য করেন৷

প্রতিবেদক : অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা : দোবারতি গুহ