পোশাক কর্মীদের খবর কি বিদেশিরা জানেন? | পাঠক ভাবনা | DW | 14.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পোশাক কর্মীদের খবর কি বিদেশিরা জানেন?

বাংলাদেশের সঙ্গে গ্লোবাল মিডিয়া ফোরামের সম্পর্ক কী? পশ্চিমি মিডিয়া বাংলাদেশের গার্মেন্টসকর্মীদের কাহিনি কতটা শোনাতে পেরেছে, বোঝাতে পেরেছে? এ সবেরই উত্তর খুঁজবে জিএমএফ৷

সুদূর দক্ষিণ এশিয়ায় কী ঘটছে, তার খবর ইউরোপের মানুষকে দেওয়াটাই কি একটা সূচনা নয়? সেখান থেকেই হয়ত অন্য ধরনের একটা চিন্তাধারা, এমনকি পরিবর্তনের সূচনা ঘটতে পারে৷ প্রতিবেদনটি ভালো লাগলো৷ মোহাম্মদ আবদুল্লাহ, উথলী বাজার, চুয়াডাঙ্গা থেকে লিখেছেন এই ই-মেল৷

ইরানের আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নির্বাচনকেন্দ্রিক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের ওপর আলোকপাত করে ডয়চে ভেলের বিশেষ আয়োজনটি খুবই উপযোগী৷ এই পরিবেশনার নীচের ইন্টারনেট লিঙ্ক খুলে ডয়চে ভেলে ইংরেজি বিভাগের বিশেষ আয়োজনটিও ভালো করে পড়ে নিলাম৷

ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে জানতে পারলাম যে, জাতিসংঘের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত সিরিয়া যুদ্ধে প্রায় ৯৩,০০০ মানুষের মৃত্যু হয়েছে৷ পরিসংখ্যানটি যদি মোটামুটি ঠিক হয় তাহলে তা চমকে যাবার মতই৷ না জানি কত ফুলের মতো নিষ্পাপ শিশুদের এই যুদ্ধে আর হিংসায় প্রাণ দিতে হয়েছে৷ প্রতিদিনের মতো আজও এই ই-মেলটি পাঠিয়েছেন নতুন দিল্লি থেকে সুভাষ চক্রবর্তী৷

- ধন্যবাদ দু'জনকেই৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন