1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রমিকদের জন্য ৫০ মিলিয়ন ডলার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩০ আগস্ট ২০১৩

বাংলাদেশের তৈরি পোশাক কারখানার শ্রমিক নিরাপত্তা উন্নয়নে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে ওয়ালমার্ট৷ এই ঋণ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে স্বল্প সুদে দেয়া হবে৷ বিজিএমইএ-র সহ সভাপতি সিদ্দিকুর রহমান জানান এ তথ্য৷

https://p.dw.com/p/19Z3M
Bildnummer: 59562356 Datum: 24.04.2013 Copyright: imago/Xinhua (130424) -- DHAKA, April 24, 2013 (Xinhua) -- A rescuer carries an injured person after a building collapsed in Savar, Bangladesh, April 24, 2013. At least 70 were killed and over six hundred injured after an eight-storey building in Savar on the outskirts of the Bangladeshi capital Dhaka collapsed on Wednesday morning. (Xinhua/Shariful Islam)(zcc) BANGLADESH-DHAKA-BUILDING-COLLAPSE PUBLICATIONxNOTxINxCHN Gesellschaft Einsturz Gebäude Gebäudeeinsturz Einkaufszentrum xcb x2x 2013 quer premiumd Aufmacher 59562356 Date 24 04 2013 Copyright Imago XINHUA Dhaka April 24 2013 XINHUA a Rescuer carries to Injured Person After a Building Collapsed in Savar Bangladesh April 24 2013 AT least 70 Were KILLED and Over Six Hundred Injured After to Eight storey Building in Savar ON The outskirts of The Bangladeshi Capital Dhaka Collapsed ON Wednesday Morning XINHUA Shariful Islam ZCC Bangladesh Dhaka Building Collapse PUBLICATIONxNOTxINxCHN Society Collapse Building Building collapse Shopping Centre x2x 2013 horizontal premiumd Highlight
ছবি: imago/Xinhua

গত ২৫শে এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১,১২৯ জন পোশাক শ্রমিক নিহত হওয়ার পর, শ্রমিক নিরাপত্তার ব্যাপারে ক্রেতাদের দায়দায়িত্ব নিয়েও প্রশ্ন ওঠে৷ জুলাই মাসে ওয়ালমার্ট ও গ্যাপসহ বেশ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান ১০০ মিলিয়ন মর্কিন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দেয়৷ তারই অংশ হিসেবে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট বাংলাদেশের পোশাক কারখানাগুলোকে ৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে বলে জানা গেছে৷ এ জন্য তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছে৷ অবশ্য বাংলাদেশের পোশাক কারখানার নিরপত্তা উন্নয়নে কী করণীয়, তা ঠিক করার পরই এই অর্থ দিতে চায় তারা৷

তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএ-র সহ সভাপতি সিদ্দিকুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ওয়ালমার্টের এই সিদ্ধান্ত ইতিবাচক৷ তিনি মনে করেন এই ঋণ সহায়তা ছোট ছোট কারখানাগুলোর শ্রমিক নিরপত্তা এবং কর্ম পরিবেশ উন্নয়নে সহায়ক হবে৷ তবে বড় কারখানাগুলো শ্রমিক নিরাপত্তার উন্নয়নে নিজেরাই কাজ করছে৷ আর তাদের কাজ মনিটরিং করছে বিজিএমইএ৷ ওদিকে ওয়ালমার্ট বাংলাদেশের ২৮০টি পোশাক কারখানার ওপর নজর রাখছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দিন ডয়চে ভেলেকে বলেন, শ্রমিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রধান কারণ দুর্বল কারখানা ভবন৷ রানা প্লাজা ধসই তার প্রমাণ৷ ত্রুটিপূর্ণ অগ্নি-নিরাপত্তা ব্যবস্থাও আরেকটি কারণ৷ গত নভেম্বরে তাজরীন ফ্যাশানস-এ আগুন লেগে ১১২ জন পোশাক শ্রমিক নিহত হন৷ তাঁর মতে, ওয়ালমার্টের এই ঋণ দিয়ে কারাখানা ভবন নির্মাণ বা অগ্নি-নিরাপত্তার যন্ত্রপাতি কেনা সম্ভব নয়৷ কারণ তার জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার তেমন কোনো অর্থ নয়৷ তাই এই ঋণের অর্থ দক্ষতা উন্নয়নে ব্যবহার করা যায়৷ পোশাক কারখানাগুলো যাতে শ্রমিক নিরাপত্তা এবং কর্ম পরিবেশ নিশ্চিত করতে বাধ্য হয়, সেই ধরণের নজরদারি প্রতিষ্ঠান ও জনবল গড়ে তোলা যায়৷ পোশাক কারখানাগুলোতে অগ্নি-নিরাপত্তার জন্যও দক্ষ জনবল, প্রশিক্ষণ দেয়া যায়৷

অধ্যাপক ড. হেলাল উদ্দিন বলেন, এই কাজগুলো করা গেলে শ্রমিক নিরপত্তা বাড়বে৷ উন্নতি হবে কর্ম পরিবেশের৷ তাঁর মতে, বাংলাদেশে ঋণের টাকা অপচয় বা অপব্যবহরের অনেক নজির আছে৷ আছে এক খাতের টাকা অন্য খাতে ব্যবহারের উদাহরণ৷ তাই এই ঋণ যেন আসলেই শ্রমিকদের স্বার্থে ব্যবহার হয়, তা নিশ্চিত করতে হবে বলেন মনে করেন ড. হেলাল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য