1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক শ্রমিকরা কাজে ফিরছেন

৪ আগস্ট ২০১০

কালের কন্ঠ, ইত্তেফাক আর সমকাল বলছে, পোশাক শ্রমিকরা কাজে ফিরেছেন৷ সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের বেশিরভাগ কারখানাতেই শ্রমিকরা মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে পত্রিকাগুলো৷

https://p.dw.com/p/ObLR
ছবি: AP

অবশ্য গতকালও কিছু বিক্ষোভ হয়েছে তেজগাঁওয়ে৷ তবে আগের দিনগুলোর তুলনায় সেটার মাত্রা ছিল অনেক কম৷ প্রথম আলো এই বিক্ষোভের খবরটাই গুরুত্ব দিয়ে ছেপেছে৷ এছাড়া ফতুল্লায় প্রায় তিন হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলার খবর দিয়েছে পত্রিকাটি৷ এদিকে পোশাক শিল্পে সাম্প্রতিক অস্থিরতার নেপথ্যে কারা থাকতে পারেন সে বিষয়ে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন ছেপেছে দৈনিক ইত্তেফাক৷

ছাত্র বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের ফলো-আপ প্রতিবেদন আছে সব পত্রিকাতেই৷ কারণ সোমবারের বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা৷ এছাড়া প্রথম আলো জানিয়েছে যে, ক্যাম্পাসে হামলা-ভাঙচুরের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মদদপুষ্ট বাহিনীকে দায়ী করেছে শিক্ষার্থীরা৷ এজন্য তারা নাকি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগও দাবি করেছে৷ এদিকে ডেইলি স্টার বলছে, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ২০ জন শিক্ষার্থীকে গতকাল জেলে পাঠানো হয়েছে৷ এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের দায়ের করা দু'টি মামলায় ১,৪৪৬ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম