1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৌনে পাঁচ লাখ কোটি টাকার বাজেট

৭ জুন ২০১৮

সংসদে বাজেট প্রস্তাব পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷ আগের বছরের চেয়ে বাজেটের ব্যয় ধরা হয়েছে ২৫ ভাগ বেশি৷ মূল বাজেটের আকার জিডিপির ১৮.৩ শতাংশ৷

https://p.dw.com/p/2z4CT
AMA Muhith, Finanzminister Bangladesch
ছবি: bdnews24.com

নিজ নামে দুটি গাড়ি বা সিটি করপোরেশন এলাকায় মোট ৮ হাজার বর্গফুট আয়তনের গৃহ-সম্পত্তির উপর ১০ শতাংশ হারে সারচার্জ বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷

মুহিত বলেন, “এ বছর সারচার্জের ক্ষেত্রে কিছুটা সংস্কার করে নীট পরিসম্পদের ভিত্তিতে সারচার্জ আরোপের পাশাপাশি যাদের নিজ নামে দুটি করে গাড়ি রয়েছে বা সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮ হাজার বর্গফুট আয়তনের গৃহ-সম্পত্তি রয়েছে তাদেরকেও সারচার্জের আওতায় আনার প্রস্তাব করছি৷”

এটি দেশের ৪৭তম ও আওয়ামী লীগ সরকারের ১৮তম এবং অর্থমন্ত্রীর দ্বাদশ বাজেট প্রস্তাব৷ ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’ নাম দিয়ে প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা৷

AMA Muhith, Finanzminister Bangladesch
ছবি: bdnews24.com

মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে যে বাজেট প্রস্তাব পেশ করছেন তার আকার বাংলাদেশের মোট জিডিপির ১৮.৩ শতাংশ৷
উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা৷ 
সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা৷
অনুন্নয়ন ব্যয় ২ লাখ ৮২ হাজার ৪১৫ কোটি টাকা৷
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা৷ জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে কর হিসেবে দুই লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা আদায় করা যাবে বলে আশা করছেন মুহিত৷
বৈদেশিক অনুদান ধরা হয়েছে চার হাজার ৫১ কোটি টাকা৷

আয় ও ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি থাকছে এক লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা, যা মোট জিডিপির ৫ শতাংশের মত৷

এই ঘাটতি পূরণে অর্থমন্ত্রী নির্ভর করছেন অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর৷ তাঁর হিসেবে, বিদেশ থেকে ৫০ হাজার ১৬ কোটি টাকা ও অভ্যন্তরীণ উৎস থেকে ৭১ হাজার ২২৬ কোটি টাকা ঋণ করে ঘাটতি মেটানো সম্ভব৷