1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসের নোত্র দাম গির্জায় ভয়াবহ আগুন

১৫ এপ্রিল ২০১৯

প্যারিসের বিখ্যাত নোত্র দাম গির্জায় বিশাল অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ দমকল ও পুলিশ এই অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে গণ্য করছে৷

https://p.dw.com/p/3GoW6
প্যারিসের নোত্র দাম গির্জায় আগুন
ছবি: Getty Images/F. Guillot

ফ্রান্সের রাজধানী প্যারিসের অন্যতম প্রধান আকর্ষণ নোত্র দাম ক্যাথিড্রালে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে৷ দমকলের সূত্র অনুযায়ী সম্ভবত গির্জার সংস্কারের কাজের সময় দুর্ঘটনার কারণেই আগুন ছড়িয়ে পড়েছে৷ উল্লেখ্য, প্রায় ৬০ লক্ষ ইউরো ব্যয় করে গির্জার সংস্কারের প্রকল্প চলছিল৷ পুলিশও আপাতত এই অগ্নিকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছে৷ গোটা এলাকায় এক নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অগ্নিকাণ্ডের অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে৷ প্রত্যক্ষদর্শীদের সূত্র অনুযায়ী গির্জার দুই ঘণ্টা টাওয়ার থেকে আগুনের শিখা বেরিয়ে আসছিল৷ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ সোমবার সন্ধ্যায় পরিকল্পিত জাতির উদ্দেশ্যে এক ভাষণ বাতিল করেছেন৷ 

দ্বাদশ শতাব্দীতে তৈরি ঐতিহাসিক গির্জা প্রখ্যাত সাহিত্যিক ভিক্টর উগো-র ‘হাঞ্চব্যাক অফ নোত্র দাম' উপন্যাসের কারণে পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়৷ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক নোত্র দাম গির্জা দেখতে আসেন৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)