1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যারিসের পার্সে কোকেন পেল পুলিশ

২৯ আগস্ট ২০১০

মার্কিন তারকা প্যারিস হিল্টন আর মাদক, এই যেন হয়ে উঠছে সমার্থক৷ একের পর এক মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের সুনাম কি খোয়াতে বসেছেন এই ধনীর দুলালি? সেই প্রশ্নই উঠছে এখন৷

https://p.dw.com/p/Oye9
Paris Hilton
ছবি: AP

এর আগে ফুটবল বিশ্বকাপ চলাকালে মাদক রাখার দায়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন প্যারিস৷ এরপর শোনা গিয়েছিল ফ্রান্সেও নাকি প্রায় একই ঘটনা ঘটেছিল৷ শনিবার লাস ভেগাসের পুলিশের হেফাজত থেকে তিনি যখন বের হয়ে আসছেন তখনও শোনা গেল একই কাহিনী৷ যদিও প্যারিসের আইনজীবী বলছেন পুলিশ তাঁকে আটক করেছে শনিবার, তবে সংবাদমাধ্যমগুলোর খবর থেকে জানা গেছে শুক্রবার রাতেই তিনি পুলিশের হাতে আটক হন৷

বিনোদন ওয়েবসাইট টিএমজেড ডট কম জানিয়েছে, শুক্রবার রাতে ট্রাফিক পুলিশ প্যারিস হিল্টনের গাড়ি থামায়৷ এসময় তারা তল্লাশি চালিয়ে প্যারিসের পার্সে কোকেন পায়৷ এরপরই তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ৷ জানা গেছে, গাড়িটি চালাচ্ছিলেন একটি নাইটক্লাবের ম্যানেজার৷ তবে তিনি নাকি প্যারিসের ছেলেবন্ধু, এমন খবরও পাওয়া গেছে৷

Screenshot Paris Hilton Twitter
টুইটারে প্যরিস হিল্টন

যাই হোক, একদিন পুলিশ হেফাজতে আটক থাকার পর শনিবার আপাতত তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ৷ তবে এবার বোধহয় আদালতে যেতেই হচ্ছে ২৯ বসন্ত পার করা এই সুন্দরীকে৷ তাঁর আইনজীবী ডেভিড শেরনফ জানিয়েছেন, এই বিষয়টি তারা আদালতেই ফয়সালা করবেন৷ এবং তার আগ পর্যন্ত কোন ইন্টারভিউ দেবেন না প্যারিস হিল্টন সেটিও জানিয়ে দিয়েছেন তিনি৷

এদিকে এই খবরের পর ভক্তরা টুইটারে অপেক্ষা করছিলেন তাদের প্যারিস কী বলে তার জন্য৷ তবে তাদের হতাশ করেছেন এই মডেল তারকা৷ এক লাইনের টুইটে প্যারিস জানিয়েছেন, তিনি এখন ঘুমাতে যাচ্ছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক