1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রজাপতি হতে চান মৌসুমী

৫ অক্টোবর ২০১০

গব্বর সিং-এর আমল শেষ হয়ে গেছে৷ এখন মোটা শরীর নিয়ে অভিনয়! না, তা আর হবে না৷ বিশ্বের তাবৎ অভিনেতা-অভিনেত্রীর তাই এখন একই কথা৷ আর তা হলো ‘পাতলা হও’৷ শরীরে চেকনাই থাকবে ঠিকই কিন্তু চর্বি থাকবে না৷

https://p.dw.com/p/PVbM
ছবি: AP

বাংলাদেশের, মানে ঢালিউডের অভিনেতা-অভিনেত্রীরাও এখন এই কাতারে৷ জনপ্রিয় নায়িকা মৌসুমীর বাজার নাকি মন্থর হয়ে গিয়েছিল হঠাৎ মুটিয়ে যাবার কারণে! আর তাই এবার তিনি বিষয়টি বুঝতে পেরে সোজা উড়াল দিয়েছেন থাইল্যান্ডে৷ মোটা হয়ে যাবার সঙ্গে শ্যামদেশের কী সম্পর্ক? প্রশ্ন আসতে পারে৷ আর এর উত্তর হচ্ছে ব্যাংককের ভেজতানি হাসপাতাল, যেখানে নাকি বেশ ভালো চিকিৎসা হয় মোটা রোগের৷ পৃথিবীর অনেক দেশের নামিদামী শিল্পীরা সেখানে আসেন শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলার চেষ্টা তদবিরে৷ সেখানেই চিকিৎসা চলছে মৌসুমীর৷ গত সপ্তাহে ভেজতানি হাসপাতালের বদ্যিরা শুরু করেছেন তাঁর ওজন কমানোর চিকিৎসা৷

অবশ্য নতুন ছবি ‘প্রজাপতি'র জন্য মৌসুমীকে করতে হচ্ছে এতো কিছু৷ পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল রাজ বলে দিয়েছেন, প্রজাপতির নায়িকাকে হতে হবে প্রজাপতির মতো৷ উড়ে বেড়াতে হবে এধার থেকে ওধারে! তাই শরীরকে করতে হবে চাঙ্গা৷ এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান ও মোশাররফ করিম৷

বর্তমানে ব্যাংককে অবস্থানরত এক সিনে সাংবাদিকের তথ্য হচ্ছে, চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মৌসুমীর কাছ থেকে চিকিৎসার অর্থকড়ি নিচ্ছে না৷ তবে এর বিনিময়ে তাঁকে দিয়ে বাংলাদেশে ঐ হাসপাতালের প্রচার চালাতে চান তাঁরা৷ চিকিৎসা শেষে দেশে ফিরেই হাসপাতালের প্রচার শুরু করবেন মৌসুমী৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন