1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

দূষণ যখন শিশুহত্যাকারী

৬ মার্চ ২০১৭

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব এবং দূষিত পরিবেশের কারণে বিশ্বে প্রতি বছর ১৭ লাখ শিশু মারা যায়৷ সংস্থাটি মনে করে, সতর্ক হয়ে বিষয়টির দিকে মনযোগ দিলে অধিকাংশ মৃত্যুই রোধ করা সম্ভব৷

https://p.dw.com/p/2YhzO
ভিয়েতনামের একটি হাসপাতাল
ছবি: Imago/Xinhua

সোমবার ‘ইনহেরিটিং এ সাসটেইনেবল ওয়ার্ল্ড: অ্যাটলাম অন চিলড্রেন'স হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)৷ প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর পাঁচ বছরের কম বয়সি যেসব শিশু মৃত্যু বরণ করে, তাদের মধ্যে শতকরা ২৫ ভাগেরই মৃত্যুর কারণ দূষিত বা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস৷ ধারণা করা হয়ে থাকে, এ মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৯০ ভাগেরও বেশি মানুষ যেমন বায়ুতে শ্বাস নিচ্ছে ডাব্লিউএইচও নির্দেশিকায় উল্লেখিত মান অনুযায়ী তা পুরোপুরি দূষিত৷

‘ইনহেরিটিং এ সাসটেইনেবল ওয়ার্ল্ড: অ্যাটলাম অন চিলড্রেন'স হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশের সময় ডাব্লিউএইচও-র মহাপরিচালক মার্গারেট চ্যান বলেন, ‘‘দূষিত পরিবেশ, বিশেষ করে শিশুদের জন্য খুবই ভয়ংকর৷''

প্রতিবেদনে বলা হয়, মূলত দূষিত পরিবেশে বসবাস এবং পরিবেশ দূষণের ফলে পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে সবচেয়ে বেশি মারা যাচ্ছে শ্বাসনালীতে প্রদাহের কারণে৷ এভাবে বছর মারা যাচ্ছে ৫ লক্ষ ৭০ হাজার জন৷ এছাড়া দূষিত পানি পান করা এবং অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহারের কারণে ডায়রিয়ায় ভুগে মারা যাচ্ছে প্রায় ৩ লক্ষ ৬১ হাজার শিশু৷ ডাব্লিউএইচও আরো জানিয়েছে, পরিষ্কার পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসাসুবিধা না থাকায় প্রতি বছর এক বছরের কম বয়সি অন্তত ২ লাখ ৭০ হাজার শিশুরও মৃত্যু হয়৷ ডাব্লিউএইচও মনে করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিলেই এ সব মৃত্যু এড়ানো সম্ভব৷ এছাড়া ম্যালেরিয়ায় প্রতি বছর অনূর্ধ পাঁচবছর বয়সি যে ২ লক্ষ শিশু মারা যায় সেসব মৃত্যু এড়ানোর জন্যও যুগোপযোগী উদ্যোগ প্রয়োজন বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য