1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম সেমিফাইনালে মুখোমুখি শ্রীলংকা এবং ইংল্যান্ড

১৩ মে ২০১০

সুপার এইট পর্ব শেষ করে দেখতে দেখতে সেমিফাইনাল পর্বে চলে এলো টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ সেন্ট লুসিয়ার ‘গ্রস আইলেট’-এ অনুষ্ঠেয় আজকের ম্যাচটিতে খেলবে শ্রীলংকা বনাম ইংল্যান্ড৷ খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ন’টায়৷

https://p.dw.com/p/NMt1
এই টুর্নামেন্টে শ্রীলংকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা-র নিজস্ব সংগ্রহ ১২৩ রানছবি: AP

২০০৪ সালের পর আন্তর্জাতিক স্তরের কোন খেলাতেই ফাইনালে পৌঁছতে পারে নি ইংল্যান্ড দল৷ আর গত বছরের টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০০৭ সালের বিশ্বকাপ - দু'দুটি খেলাতেই ফাইনালিস্টদের মধ্যে ছিল শ্রীলংকার নাম৷ কিন্তু তারপরও, সুপার এইট-এর খেলা পর্যন্ত অসাধারণ ফর্মে আছে ইংল্যান্ড৷ দলে ‘মিডল-অর্ডার ব্যাটসম্যান’ হিসেবে কেভিন পিটারসন এবং ইওন মর্গান-এর মতো ‘ক্লাসি' খেলোয়াড় থাকায়, ইংল্যান্ড দল বর্তমানে বেশ শক্তপোক্ত৷ মারকুটে নয়, বরং হাতে উইকেট রেখে খেলারই পক্ষপাতি তারা৷ তবে স্লো-পিচে ক্রেইগ কিসওয়েটার-এর মতো ব্যাটসম্যান থাকতে ইংল্যান্ড দলেরও যে উল্কার মতে জ্বলে উঠতে সময় লাগবে না - তা বলাই বাহুল্য৷

Kevin Pieterson
ইংল্যান্ড দলের ‘মিডল অর্ডার’-এ রয়েছেন কেভিন পিটারসন-এর মতো ‘ক্লাসি' খেলোয়াড়ছবি: AP

অন্যদিকে, টুর্নামেন্টের প্রথম দিকে দলের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও, ধীরে ধীরে পায়ের তলায় মাটি পেয়েছে শ্রীলংকা দল৷ মাহেলা জয়বর্ধন-এর ব্যাটিং-এ এসেছে স্থিরতা৷ তাঁর ব্যক্তিগত রানের সংখ্যা ২৯২৷ এরপরই আছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ১২৩ রান নিয়ে৷ তবে শুধু এঁদের দুজনের ওপরই নির্ভর করে নেই শ্রীলংকা টিম৷ একরকম এঁদের ছাড়াই, সুপার এইট পর্বে ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে তাঁরা৷ ৪৬ রান করে ‘ম্যান অফ দ্য ম্যাচ' হন অ্যাঞ্জেলো ম্যাথিউস৷ ভালো খেলেন দিলশান ও কাপুগেদেরাও৷ এছাড়া, সেদিন লাসিথ মালিঙ্গা ২৫ ও থিলান থুসারা ৪১ রান দিয়ে দুটি করে উইকেট নেন৷ আর থিসারা পেরেরা ১৫ রানে উইকেট নেন একটি৷ কাজেই, বোলিং-এও বেশ নির্ভরশীল হয়ে উঠেছে শ্রীলংকা দল৷

তাই বৃহস্পতিবারের ম্যাচে লড়াই হবে সমানে-সামানে, মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷ উল্লেখ্য, ১৪ই মে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক