1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবাসীদের আশাবাদ শোনালেন বাংলাদেশের জনপ্রতিনিধিরা

২৮ অক্টোবর ২০১০

মঙ্গলবার সন্ধ্যায় কোলন যেন সর্বার্থেই পরিণত হয়েছিল এক মিলনমেলায়৷ জার্মানি সফররত বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সম্মানে জার্মান-বাংলাদেশ সমিতি আয়োজন করে এক সম্বর্ধনা সন্ধ্যা৷

https://p.dw.com/p/Pqg1
বাংলাদেশ, কোলন, জার্মানি, জ্বালানি, বিদ্যুৎ, Bangladesh, Germany, Koln, Bonn, Electricity
জ্বালানি সমস্যা সমাধানে এমনি কিছু নমুনা প্রকল্প দেখে গেলেন বাংলাদেশ প্রতিনিধি দলছবি: AP

আন্তরিকতা আর উষ্ণ আতিথেয়তায় ঠিক যেন এক বহুকাঙ্খিত দেশপ্রেমের মোহনাতেই মিশেছিল সন্ধ্যার সেই অনুষ্ঠান৷ শুরু হয়েছিল রবীন্দ্রনাথের গান দিয়েই৷ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরে মঙ্গলদীপ হাতে জার্মান প্রবাসী বাঙালী ছোট্ট কয়েকজন শিশুর নাচ, অনুভূতি নামের গানের দলটির গাওয়া গান, অনুষ্ঠানে বাজানো সাবিনা ইয়াসমিনের দেশাত্মবোধক গানের সুরের সাথে সাথে মিশে গিয়েছিলেন অভ্যাগত জনপ্রতিনিধি আর উপস্থিত প্রবাসী বাঙালিরা৷ ছোট আয়োজন কিন্তু প্রাণস্ফূর্তি আর ভালোবাসায় তা ছিল কানায় কানায় পূর্ণ৷

অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশের সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ, জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান, সাংসদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়া, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, সাবেক আইনমন্ত্রী, সাংসদ আব্দুল মতিন খসরু, সাংসদ ওমর ফারুক চৌধুরীসহ সংসদীয় কমিটির জার্মানি সফররত অপর সদস্যরা৷

অনুষ্ঠানে জার্মান প্রবাসী বাঙালীদের সঙ্গে দেশের বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের উদ্যোগ সম্পর্কে সুবিদ আলী ভূঁইয়া বলেন- ‘আপনারা শুনলে খুশি হবেন গতবছরের বিদ্যুৎ খাতের বাজেটের তুলনায় এবছরের বাজেট দ্বিগুণ, ছয় হাজার কোটি টাকার ওপর৷ বিদ্যুৎ খাতকে বর্তমান সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে৷'

সংসদীয় দলের আরেক সদস্য, সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ সংসদীয় কমিটির জার্মানি সফরের উদ্দেশ্য বিবৃত করে বলেন, ‘আমরা এসেছি দেশের সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য৷' তিনি বলেন, কয়লা ব্যবহার করে কি করে দেশের বিদ্যুৎ সংকটের সমাধান করা যায় সেই বিষয়টি সম্পর্কে জানতেই তাদের এই জার্মানি সফর৷ বিদ্যুৎ সংকট নিরসনে আশাবাদ ব্যক্ত করে এই অভিজ্ঞ জনপ্রতিনিধি আরো বলেন, ‘দেশের সংকট সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করছি৷'

সাবেক আইনমন্ত্রী সাংসদ আব্দুল মতিন খসরু বলেন, ‘আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি কি করে বিদ্যুৎ সমস্যা কাটিয়ে ওঠা যায়৷' তিনি বলেন - জার্মানিতে এসেছি, কি করে কয়লাকে বিদ্যুতের প্রয়োজনে কাজে লাগানো যায় তা জানতে এবং জার্মানির দীর্ঘ অভিজ্ঞতা সম্পর্কে জানার জন্য৷ মূল লক্ষ্য, ওপেন মাইনিং কি করে করা যায় তা জানা৷ তিনি বলেন সরকারের একার পক্ষে এ'বিষয়টির সমাধান সহজ নয়৷ সংকট সমাধানে তিনি প্রবাসীদের এগিয়ে আসতে আহ্বান জানান৷

সঙ্গীতের আবহে জার্মানি সফররত সংসদীয় কমিটির সদস্যদের দেয়া আশাবাদ এইসব স্বদেশকাতর প্রবাসী বাঙালিদের হৃদয়ে যেন কোমল এক প্রশান্তির পরশই বুলিয়ে দিচ্ছিল৷ ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছুঁই ছুঁই করছে তখনও যেন উপস্থিত বাঙালিরা তাঁদের প্রিয়তম স্বদেশের এই স্বজনদেরকে ছাড়তে চাইছিলেন না৷ আর ছাড়তে চাইবেনই বা কেন! বহুদিন পর স্বদেশের স্বজনদেরকেই যে তাঁরা এই প্রবাসের দৈনন্দিনতার অবসরে এক ঝলক আলোর মতো কাছে পেয়েছিলেন৷ সর্বক্ষণ স্বদেশের প্রতি যে প্রেম, যে আকুতি তাদের মনে স্থীর হয়ে থাকে মঙ্গলবার সন্ধ্যায় কোলনের এই মিলনমেলায় তা যেন একটুকরো সবুজ সপ্রেম বাংলাদেশেই রূপ নিয়েছিল৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য