1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রভাকে নিয়ে শুধুই গুজব

১১ অক্টোবর ২০১০

বিএনপি নেতা হত্যার প্রতিবাদে নাটোরে শান্তিপূর্ণ হরতাল পালন৷ রয়েছে তুরাগে বাসডুবির খবর৷ কুমিল্লায় যুবদলের অস্ত্রের মহড়া৷ আর প্রভার ছাড়াছাড়ি নিয়ে গুজব৷ এসবই জায়গা করে নিয়েছে গণমাধ্যমের শিরোনামে৷

https://p.dw.com/p/Parb
ফাইল ফটোছবি: AP

নাটোরে হরতাল

‘হরতালে অচল নাটোর, পুলিশের দাবি আসামীরা আত্মগোপনে' - শিরোনাম দৈনিক প্রথম আলোর৷ নাটোরে বিএনপি নেতা সালাউদ্দিন নূর হত্যার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে৷ তবে হত্যাকাণ্ডের তিনদিন পরও পুলিশ প্রকৃত আসামীদের ধরতে পারেনি৷ অথচ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ও ছবি দেখে ঘাতকদের শনাক্ত করা সম্ভব৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘খালেদা জিয়া আজ নাটোর যাচ্ছেন'৷ নিহত নূরের পরিবারকে সমবেদনা জানাতে নাটোর যাচ্ছেন বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়া৷

সাভারে বাসডুবি

খুবই মর্মান্তিক এই ঘটনার খবর প্রকাশ করেছে সব দৈনিক৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘আমার তারা যেখানে যাবে আমি সেখানে যাবো'৷ সাভারে বাসডুবিতে নিহত মনোয়ারা খাতুন তারার বাবা বলেছেন এই কথা৷ তুরাগ নদীতে বাসটি ডুবে যাবার কিছুক্ষণ পরই ভেসে ওঠেন তারা৷ এরপর তাঁকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি৷ দৈনিক কালের কন্ঠ জানাচ্ছে, ‘চালকের একগুঁয়েমিতে তুরাগে হারাল বাস'৷ চালক এবং হেল্পারসহ ৫৪ জন আরোহী ছিলেন বৈশাখী পরিবহনের বাসটিতে৷ দৈনিক সমকালের শিরোনাম, ‘অভিশপ্ত সেতু'৷

বিরোধী দলের অস্ত্রের মহড়া

দৈনিক যুগান্তরের মূল শিরোনাম, ‘কুমিল্লায় যুবদলের সম্মেলনে ককটেল ও গুলি বিনিময়'৷ এই প্রতিবেদনটির সঙ্গের ছবিতে দেখা যাচ্ছে মুখোশধারী একাধিক ব্যক্তি অস্ত্র উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে৷ দৈনিক কালের কন্ঠ জানাচ্ছে, ‘গুলি-ককটেলে আহত ২০, কুমিল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ অস্ত্রের ব্যবহার'৷ ঘটনাস্থল থেকে পুলিশ ১৫জনকে আটক করেছে, একটি রিভলভারও উদ্ধার করা হয়েছে৷

প্রভা গুজব

‘অপূর্ব বললেন সবই গুজব'- শিরোনাম দৈনিক সমকালের৷ মডেলকন্যা প্রভাকে নিয়ে শুধুই গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি তাঁর স্বামী অপূর্বর৷ তবে, প্রভার পরিবার আগে এই বিয়ে মেনে না নিলেও, এখন মেনে নিয়েছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়