‘প্রাণের প্রিয় ডয়চে ভেলে বাংলা’ | পাঠক ভাবনা | DW | 21.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘প্রাণের প্রিয় ডয়চে ভেলে বাংলা’

এই রিমঝিম বর্ষায় শুভেচ্ছা জানবেন৷ প্রতি মিনিটে ডয়চে ভেলে বাংলা বিভাগের সাথে আছি৷ মনে মনে একটা চিন্তা করছিলাম যে, আপনাদের একটা অনুরোধ করব অন্বেষণ ‘ইউটিউব’-এ আপলোড করার কথা৷ কিন্তু তার আর প্রয়োজনই হলো না!

কারণ, এ কথা চিন্তা করার কিছুক্ষণ পরই ফেসবুকে দেখতে পেলাম ডয়চে ভেলের টিভি অনুষ্ঠানের অংশবিশেষ এবার ইউটিউবে দেখতে পাব, পারব ডাউনলোড করতে৷ তাই ধন্যবাদ জানাতে চাই ডয়চে ভেলে বাংলা বিভাগেকে, আমাদের এতটা সুবিধা দেবার জন্য৷ এছাড়া, আজকাল যে প্রতিবেদনে ক্লিক করি সেই প্রতিবেদন সর্ম্পকিত ছবিঘরও দেখতে পাই৷ খুব ভালো লাগছে৷ আসলে ছবি দেখতে কার না ভালো লাগে? সবশেষে ডয়চে ভেলের সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করে এখানে বিদায় নিলাম৷ ভালো থাকবেন৷ মো. শাহিনুর আলম, প্রযন্তে নরুজ্জামান মন্ডল, বড়চাপড়া, আলতাফ নগর, বগুড়া থেকে৷

আশাকরি কুশলে আছেন৷ ডয়চে ভেলের সুখে-দুঃখে আমরা কখনোই তাকে ছেড়ে চলে যায়নি৷ ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান বন্ধ হওয়ার পরও আমরা ওয়েবসাইট এবং টিভি প্রোগ্রাম অন্বেষণের সাথে কম-বেশি যুক্ত থাকার চেষ্টা করছি৷ ভালো লাগছে এই ভেবে যে ফেসবুকে অন্বেষণ কুইজ শ্রোতাদেরকে আবারো একত্রিত করতে সক্ষম হয়েছে!

আমি ইতোমধ্যে ফেসবুকের অন্বেষণ কুইজে অংশ নিয়েছি এবং পরিচিত সবাইকে এতে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করছি৷ শুধু তাই নয়, নিয়মিত পেজটি ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ারও করছি আমি৷ ডয়চে ভেলের সাথে যুক্ত থাকার অঙ্গীকার আবারো ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি৷ অনেক অনেক ভালো থাকবেন৷ প্রফেসর আশরাফুল ইসলাম, থানাপাড়া,আলমডাংগা চুয়াডাংগা থেকে পাঠিয়েন এই ই-মেলটি৷

একটি কবিতা, কবিতার নাম ‘অন্বেষণ'

সবার প্রিয় অন্বেষণ

ভাবনা সবার সারাক্ষণ৷

ডয়চে ভেলের দারুণ উপহার

সাড়া জাগিয়েছে মনে সবার৷

‘কুইজে' সবার সৌভাগ্য কামনা করি

অংশগ্রহণে করবেন না যেন দেরি৷

এস এম এ হান্নান, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে স্বরচিত এই কবিতাটি পাঠিয়েছেন৷

- সবাইকে অনেক অনেক ধন্যবাদ লেখার জন্য৷ ভালো থাকবেন আর সাথে থাকবেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন