1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রেমিকাকে অপহরণের দায়ে গোলরক্ষক ব্রুনোর কারাদণ্ড

৮ ডিসেম্বর ২০১০

সাবেক প্রেমিকাকে অপহরণসহ একাধিক অপরাধের জালে আটকা পড়েছেন ব্রাজিলীয় ফুটবল ক্লাব ফ্লামেঙ্গোর সাবেক অধিনায়ক এবং তারকা গোলরক্ষক ব্রুনো৷ ব্রুনোকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/QSkU
প্রেমিকা, ফুটবল, ব্রাজিল, অপহরণ, দায়, গোলরক্ষক ব্রুনো, কারাদণ্ড, Bruno, Lover, Kidnap, Brazil, Football, Sports, killing,
ফাইল ছবিছবি: picture-alliance/ dpa

তারকা গোলরক্ষক ব্রুনো ফার্নান্দেজের অধিনায়কত্বেই ফ্লামেঙ্গো ক্লাব ২০০৯ সালে ব্রাজিলীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা ছিনিয়ে নিয়েছিল৷ এছাড়া অসংখ্যবার জালের বল ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন ফুটবল জগতে ব্রুনো নামে পরিচিত এই তারকা খেলোয়াড়৷ কিন্তু শেষ পর্যন্ত অপরাধ জগতের জাল থেকে নিজেকে বাঁচাতে পারলেন না তিনি৷

রিও ডি জেনেরিও'র আদালত ব্রুনোর বিরুদ্ধে সাড়ে চার বছরের কারাদণ্ডের রায় দিয়েছে মঙ্গলবার৷ এই অপরাধ কর্মের সাথে জড়িত থাকার দায়ে ব্রুনোর অপর সহযোগীকে দেওয়া হয়েছে তিন বছরের কারাদণ্ড৷ এছাড়া ব্রুনোর বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা এলিজা সামুদিওকে হত্যার অভিযোগে আরেকটি মামলা চলছে বেলো হোরিজোন্টে শহরের আদালতে৷

ঘটনার শুরু গত বছরের অক্টোবরে৷ ব্রুনো তাঁর সাবেক প্রেমিকা সামুদিও'কে অপহরণ করার পর গর্ভপাত ঘটানোর জন্য চাপ দিতে থাকেন৷ এমনকি বাচ্চা নষ্ট করার জন্য দেওয়া ওষুধ সেবনে রাজি না হলে তার উপর চালানো হয় শারীরিক নির্যাতন৷ শেষ পর্যন্ত চলতি বছরের জুন মাসে নিখোঁজ হন সামুদিও৷

সামুদিওকে খুন করে তার লাশ লুকিয়ে ফেলেছেন ব্রুনো এমনটিই সন্দেহ করা হচ্ছে৷ ব্রুনোর এসব অপরাধ কর্মের সাথে আরো আটজন জড়িত থাকার কথা শোনা যাচ্ছে৷ এমনকি তাঁর বর্তমান স্ত্রীর বিরুদ্ধেও উঠেছে সামুদিও'কে খুনের কাজে ব্রুনোকে সহযোগিতার অভিযোগ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম