1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রয়োজনে ভ্যাকসিনের তৃতীয় ডোজ

২৬ জুলাই ২০২১

অতি অসুস্থ মানুষকে টিকার তৃতীয় ডোজও দেওয়া হতে পারে অ্যামেরিকায়।

https://p.dw.com/p/3y2VQ
অতি অসুস্থদের জন্য ভ্যাকসিনের তৃতীয় ডোজের পক্ষে ফওসি। ছবি: J. Scott Applewhite/AP/picture alliance

মাঝে কিছুদিন সংক্রমণের হার কমেছিল। কিন্তু শেষরক্ষা হলো না। অ্যামেরিকায় ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে মার্কিন ভাইরোলজিস্ট অ্যান্টনি ফওসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রয়োজনে টিকার তৃতীয় ডোজ নিতে হবে। ভাইরোলজিস্ট জানিয়েছেন, কেমো থেরাপির রোগী বা আরো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের টিকার তৃতীয় ডোজ দিতে হবে। সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও কি এই নিয়ম প্রযোজ্য? ফওসি জানিয়েছেন, এ বিষয়ে নানা গবেষণা চলছে। তবে ভালনারেবল ব্যক্তি বা কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের তৃতীয় ডোজ নিতেই হবে।

ভারতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চও তাদের গবেষণায় জানিয়েছে টিকার বুস্টার ডোজ নিতে হতে পারে। অর্থাৎ, তৃতীয় ডোজ নেওয়া দরকার।

অ্যামেরিকায় মাস্ক ফিরিয়ে আনার কথাও বলেছেন ফওসি। মাঝে বাইডেন প্রশাসন জানিয়েছিল, দুইটি টিকা নেওয়া হলে মাস্ক পরার প্রয়োজন নেই। কিন্তু ফওসি জানিয়েছেন, নতুন করে মাস্কবিধি চালু করা প্রয়োজন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)