1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Tourism, Environment, France, Hotels, Green, Climate Change

৭ জুলাই ২০১০

পরিবেশ বান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকছে ফরাসি হোটেলগুলো৷ জলবায়ু পরিবর্তন রোধেই পর্যটন খাতে যোগ হলো এই নতুন উদ্যোগ৷ তবে কেবলমাত্র শুরু তাই এই উদ্যোগের পুরোপুরি সাফল্য পেতে এখনও অনেক কিছুই করা বাকি, মন্তব্য বিশ্লেষকদের৷

https://p.dw.com/p/OCrC
Tourism, Environment, France, Hotels, Green, Climate Change, Paris
প্যারিসের হোটেল ইভার্লান্ড (ফাইল ছবি)ছবি: L/B

পরিবেশ বান্ধব পরিষেবা চালু করেছে ফ্রান্সের কনকর্ড, ফুকে এবং ব্রিস্টলসহ বেশ কিছু পাঁচ তারা হোটেল৷ শুরু করেছে জ্বালানি সাশ্রয়ী বৈদ্যুতিক বাতির ব্যবহার৷ অতিথিদের উৎসাহিত করা হচ্ছে বাথরুমে বেশি সংখ্যক তোয়ালে ব্যবহার না করার জন্য৷ অতিথিদের জন্য দেওয়া হচ্ছে হাইব্রিড কার কিংবা বিদ্যুৎ চালিত স্কুটার৷ আর ঘর গরম রাখার জন্য হিটার চালাতে ব্যবহার করা হচ্ছে সৌর বিদ্যুৎ৷

এলিসি প্রাসাদের পাশেই রাজকীয় হোটেল ব্রিস্টল৷ সেখানে বসানো হয়েছে শিল্প-কারখানায় ব্যবহৃত বড় আকারের প্রসেসর৷ এর মাধ্যমে ব্যবহৃত পানি প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে৷ শাঁজে লিজে'র পাশেই রয়েছে ফুকে ব্যারিয়া৷ ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ কার্বন নির্গমন কমাতে চায় তারা৷ প্যারিসের লে ক্রিলন এবং কান শহরে হোটেল মার্টিনেজ রয়েছে কনকর্ড গ্রুপের৷ কনকর্ডের মহাপরিচালক বার্নার্ড গ্রানিয়ে বললেন, ‘‘আমাদের পরিষেবার সাথে বিপুল পরিমাণ পানি, বিদ্যুৎ এবং ময়লা-আবর্জনা জড়িত৷ তাই আমাদের লক্ষ্য পরিবেশ বান্ধব উপায়ে এগুলোর ব্যবহার করা এবং কার্বন নির্গমন কমানো৷''

Tourism, Environment, France, Hotels, Green, Climate Change, Paris
প্যারিসের হোটেল গ্রঁ (ফাইল ছবি)ছবি: IMPORT

ফ্রেঞ্চ আল্পস-এ পাঁচটি তিনতারা এবং চারতারা হোটেল রয়েছে টেমোস গ্রুপের৷ তারা শুরু করেছে শুধুমাত্র ইউরোপীয় ইকো-লেবেল বসানো জিনিসপত্রের ব্যবহার৷ ফলে তাদের হোটেলে কোন জিনিস পৌঁছতে হলে আগে সেগুলো পরিবেশ বান্ধব পণ্য হিসেবে ছাড়পত্র পেতে হবে৷ এছাড়া আন্তর্জাতিক সনদ ‘গ্রিন গ্লোব' পাওয়া পণ্যসমূহই শুধু থাকবে এসব হোটেলে৷ পরিবেশবাদী সংস্থা ‘প্রকৃতির জন্য বিশ্ব তহবিল' তথা ডাব্লিউডাব্লিউএফ এর পর্যটন বিশেষজ্ঞ মোহেন্দ মাহোচে বলেন, ‘‘প্রত্যেকটি সবুজ উদ্যোগই ভালো৷ তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন শুধু বাণিজ্যিক স্বার্থে না হয়৷''

ফরাসি ট্যুরিজম এর প্রধান ফিলিপ ফ্রঁসোয়া বলেন, বিশষে করে বিগত তিন বছরে এই অঞ্চলে হোটেল ব্যবসার বেশ উন্নতি হয়েছে৷ অনেকে মনে করেন, সবুজ কৌশল গ্রহণে হয়তো মোটা অঙ্কের বিনিয়োগ দরকার৷ কিন্তু আসলে পরিবেশ বান্ধব উদ্যোগগুলোর ৮০ শতাংশের জন্যই অতিরিক্ত কোন খরচ নেই৷ কেননা এগুলোর অধিকাংশই দৃষ্টিভঙ্গি এবং ব্যবহার কৌশলের পরিবর্তন মাত্র, বলেন ফ্রঁসোয়া৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক