1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফার নির্বাচনে ব্ল্যাটারের জন্যে ইউইএফএ-র সমর্থন

৭ মে ২০১১

ফিফার প্রেসিডেন্ট নির্বাচনে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, ইউইএফএ-র পূর্ণ সমর্থন লাভ করতে যাচ্ছেন সেপ ব্ল্যাটার৷ আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্যে প্রতিদন্দ্বিতা করবেন ব্ল্যাটার৷

https://p.dw.com/p/11B4Z
সেপ ব্ল্যাটারছবি: dapd

ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফার প্রেসিডেন্ট নির্বাচন আগামী মাসে৷ এই নিয়ে এখন থেকেই উত্তেজনার শেষ নেই৷ আর তার মধ্যে শুক্রবারে ইউইএফএ-র এক বিবৃতি সেই উত্তেজনা যেন উস্কে দিল৷ ঐ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইউইএফএ-র নির্বাহী কমিটি আসন্ন ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে তাদের সর্বসম্মত সমর্থন জোসেফ এস ব্ল্যাটারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এবং ইউইএফএ-র সদস্যদের সেই অনুযায়ী কাজ করার জন্যে জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে৷''

ইউরোপীয় ফুটবলের শাসক ঐ সংগঠনের নির্বাহী কমিটির ১৬ জন নির্বাহী সদস্য ঐ বিবৃতিতে সই করেন৷ পয়লা জুনের ঐ নির্বাচনে সুইস ব্ল্যাটারের প্রতিদন্দ্বী এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট, কাতারের মোহামেদ বিন হাম্মাম৷ এই মুহূর্তে ইউইএফএ-র এই ঘোষণা সম্ভবত পুরোটাই ভীষণভাবে ব্ল্যাটারকে নির্বাচনে জেতার পক্ষে কাজ করবে৷

ফিফার ২০৮টি ভোটের ৫৩টিই ইউইএফএ-র দখলে৷ এছাড়া ব্ল্যাটার এরই মধ্যে দক্ষিণ অ্যামেরিকার সর্বসম্মত সমর্থন লাভ করেছেন৷ তাদের ভোট দশটি৷ তাছাড়া কন্স্যাক্যাফ অর্থাৎ কনফেডারেশন ফর নর্থ অ্যান্ড সেন্ট্রাল অ্যামেরিকা অ্যান্ড ক্যারিবীয় ফুটবলের আরো ৩৫টি ভোটেও জয়লাভের ব্যপারে আস্থাশীল ব্ল্যাটার৷

ব্ল্যাটার ফিফাতে যোগ দেন একজন কারিগরি কর্মকর্তা হিসেবে ১৯৭৫ সালে৷ এরপরে ১৯৮১-৯৮ সাল পর্যন্ত তিনি ছেলেন সাধারণ সম্পাদক৷ ১৯০৪ সালে ফিফা প্রতিষ্ঠিত হবার পর থেকে ব্ল্যাটার ফিফার অষ্টম প্রধান নির্বাচিত হন৷ এবং পরপর তিন মেয়াদ তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন৷ এবং এবার প্রতিদন্দ্বিতা করছেন চতুর্থ মেয়াদের জন্যে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই