1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফার শীর্ষ পদের জন্য লড়বেন ব্লাটার ও বিন হাম্মাম

৫ এপ্রিল ২০১১

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল সংগঠন ফিফা জানিয়েছে যে প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে লড়বেন সেপ ব্লাটার ও মহম্মদ বিন হাম্মাম৷

https://p.dw.com/p/10nW8
সেপ ব্লাটারছবি: AP

ফিফা মানেই ব্লাটার – বহু বছর ধরে সংগঠনের মুখচ্ছবি হয়ে রয়েছেন সুইজারল্যান্ডের সেপ ব্লাটার৷ তাঁর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এপর্যন্ত আসরে নামতে পারে নি৷ এবার পরিস্থিতি বদলেছে৷ এশিয়ার ফুটবল সংগঠনের প্রধান কাতারের মহম্মদ বিন হাম্মাম ব্লাটারের আসনে বসতে চান৷ স্যুরিশ'এ ফিফার সদর দপ্তরে ৬১তম ফিফা কংগ্রেস চলাকালীন ১লা জুন ভোটাভুটি হবে৷

Mohamed Bin Hammam
মহম্মদ বিন হাম্মামছবি: AP

১৯৯৮ সাল থেকে ক্ষমতায় রয়েছেন ব্লাটার৷ এখন তাঁর বয়স ৭৫৷ সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার জের ধরে সমালোচনার মুখে পড়েছেন তিনি৷ দুর্নীতির ক্ষেত্রে তাঁর নরম সুর অনেককে ক্ষুব্ধ করেছে৷ রাশিয়া ও কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়েও অনেক সন্দেহ দানা বেঁধেছে৷ ইংল্যান্ড কেন এই দায়িত্ব পেল না, লন্ডনে এখন তাঁকে জবাবদিহি দিতে হচ্ছে৷ রেফারির সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা কাটাতে ‘গোল-লাইন' প্রযুক্তির বিরোধিতা করেও কোণঠাসা হয়ে পড়েছেন তিনি৷ এখন অবশ্য তিনি নিজের অবস্থান বদলেছেন৷

বিন হাম্মামের বয়স ৬১৷ মার্চ মাসেই তিনি ফিফার প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন বলে জানিয়েছিলেন৷ গত ১৫ বছর ধরে ফিফার পরিচালক মণ্ডলীর সদস্য হিসেবে সক্রিয় তিনি৷ নিজের দেশ কাতারে সফলভাবে এশিয়া কাপের আয়োজন এবং ২০২২ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তিনি আন্তর্জাতিক আঙিনায় বেশ সমীহ আদায় করতে পেরেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক