1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ

৮ জুন ২০১৩

ফুটবলের স্বর্গরাজ্য ব্রাজিল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তারা এখন ফিফার ব়্যংকিং-এ বাইশতম স্থানে৷ আরো খোলসা করে বলতে গেলে, ঘানা আর মালির ঠিক মাঝামাঝি৷ হায় রে ফুটবল, হায় রে ব্রাজিল৷

https://p.dw.com/p/18lwu
ছবি: Reuters

দোষটা ফিফার ব়্যাংকিং-এর নয়, কেননা তার নিয়মকানুন বাঁধা৷ ব্রাজিলের জাতীয় দল তাদের বিগত ছ'টা খেলার মধ্যে চারটেতে ড্র করেছে৷ তার ওপর আবার কোনো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতাও সম্প্রতি সংঘটিত হয়নি৷ খেলা ছাড়া এবং খেলার ফলাফল ছাড়া ফিফার বাছাইয়ের তালিকা তৈরি করা সম্ভব নয়৷ কাজেই যে ব্রাজিল সাধারণত ফুটবলের মাঠেই রেকর্ড করে থাকে, তারা এবার ফিফার ব়্যাংকিং-এ তাদের সর্বনিম্ন স্থানে নেমে রেকর্ড করে ফেলল৷

WM in Brasilien
আগামী বিশ্বকাপের আয়োজক দেশে ফুটবল এক নেশাছবি: picture alliance/dpa

কারো সর্বনাশ, কারো পৌষমাস৷ আন্তর্জাতিক ফুটবলে এই ভাঁটার সুযোগ নিয়ে মালি তাদের সর্বোচচ – তেইশতম স্থানে উঠে পড়েছে, যেমন উঠেছে বেলজিয়াম (১২), বসনিয়া (১৫) এবং আলবানিয়া (৩৮) তাদের সর্বোচ্চ স্থানে৷ তালিকার শীর্ষে আগের মতোই স্পেন, জার্মানি, আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া৷ তার পরেই আসছে নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া, ইটালি, ইংল্যান্ড এবং ইকুয়েডর৷

ব্রাজিলের মতো গোটা এশিয়া মহাদেশেরও এবার হাঁড়ির হাল৷ এশিয়া থেকে সর্বোচ্চ ব়্যাংকিং হলো জাপানের, তারা ৩২তম স্থানে৷ নয়তো প্রথম ৫০-এর মধ্যে এশিয়া থেকে আর শুধু দক্ষিণ কোরিয়া আর অস্ট্রেলিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে৷ ও হ্যাঁ, ওসিয়ানিয়া মহাদেশের চ্যাম্পিয়ন তাহিতি, যারা কনফেড কাপে ব্রাজিলে খেলতে যাচ্ছে, তারাও গোটা তিনেক ঘর হারিয়ে ১৩৮-এ নেমে দাঁড়িয়েছে৷

তবে ফুটবল খেলতে নেমে ব্রাজিলের বদলে ফিফা ব়্যাংকিং-কে বেশি গুরুত্ব দিলে আগের মতোই ভুল হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য