1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফা সেরা ব্রাজিল, উত্সব জোহানেসবার্গে

২৬ মে ২০১০

ফিফার সর্বশেষ তালিকায় আবারও সেরার জায়গায় ব্রাজিল৷ বিশ্বকাপের একদম মুখে খবরটা ব্রাজিল প্রেমীদের জন্য আত্মবিশ্বাস বাড়াবে৷ ওদিকে বিশ্বকাপে সৌভাগ্য আনতে জোহানেসবার্গে পালিত হল আদিবাসী উত্সব৷

https://p.dw.com/p/NXTp
দক্ষিণ আফ্রিকার আদিবাসীদের সংস্কৃতির স্বাদ পাওয়া যাবে বিশ্বকাপের আসরেছবি: AP

পরপর দুটো ‘ফ্রেন্ডলি' ম্যাচ জিতে নিয়ে এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা একসঙ্গে সাতটা সিঁড়ি টপকে ফেলেছে৷ ফিফার ব়্যাংকিং-এর তালিকায় কিন্তু এক নম্বরে আছে জনপ্রিয়তম ফুটবলীয় দেশ ব্রাজিল৷ সবুজ হলুদ অতএব এবারেও এক নম্বর থেকেই শুরু করবে বিশ্বকাপ ২০১০৷

ফিফা তালিকায় বাকি দেশগুলোর কথাও বলে নেওয়া যাক৷ ব্রাজিলের পরেই নিজেদের দুই নম্বর অবস্থান ধরে রেখেছে স্পেন, তিনে পর্তুগাল, তারপর যথাক্রমে নেদারল্যান্ডস আর ইটালি৷ আর ফিফার টপ টেন-এ এবার ঢুকে পড়েছে ক্রোয়েশিয়া৷ যদিও বিশ্বকাপ খেলার জন্য এবার নিজেদের যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ এই ছোট্ট দেশটি৷ আর আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা সম্প্রতি পরপর দুটো ফ্রেন্ডলি জেতার পর ফিফা তালিকায় তাদের অবস্থান হয়েছে ৮৩ নম্বরে৷ ম্যাচগুলো জেতার আগে তাদের অবস্থান ছিল ৯০ তম ফুটবল খেলুড়ে দেশ হিসেবে৷ আর বিশ্বকাপ খেলছে অথচ ফিফা তালিকার একেবারে নীচের দিকে রয়েছে এমন দেশের নাম কিন্তু উত্তর কোরিয়া৷ তাদের অবস্থান এই বিশ্বে ১০৫ নম্বরে৷

WM Fußball Brasilien Ronaldo beim Training
সবার সেরা ব্রাজিলছবি: AP

ওদিকে, বিশ্বকাপে যাতে সৌভাগ্য আসে সেদিকে তাকিয়েই দক্ষিণ আফ্রিকার অসংখ্য আদিবাসী ওঝাদের একটি বিশাল দল এক প্রাচীন রীতির উত্সব পালন করল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে হবে তার ঠিক বাইরে৷ একটি গরুকে হত্যা করে এবং বিভিন্ন জন্তু জানোয়ারের চামড়া দিয়ে তৈরি পোষাক পরে তারা এক ধরণের নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিল৷ জোহানেসবার্গের ‘স্টার' সংবাদপত্র এই খবরটি ছেপেছে বুধবার৷ ওই আদিবাসী ওঝা গোষ্ঠীর মুখপাত্র মান্ডলা কুয়েলেকেলেকে উদ্ধৃত করে স্টার লিখছে, বিশ্বকাপ দেখতে গোটা বিশ্বই হাজির হবে দক্ষিণ আফ্রিকায়, তারা সকলে যাতে সৌভাগ্য বহন করে আনে, এই উত্সব এবং নাচ তারই প্রতীক৷ সেইসঙ্গে বিশ্বকাপ চলাকালীন কোন অঘটন যাতে না ঘটে, তার জন্যও এই অনুষ্ঠানের আয়োজন৷ জানাচ্ছেন কুয়েলেকেলে৷ বিশ্বকাপের অনুষ্ঠান তো অবশ্যই, দর্শকরাও নিরাপদ থাকবেন এই প্রাচীন রীতির উত্সব পালনের পর৷

বিষয়টি বেশ চিত্তাকর্ষক, সন্দেহ নেই৷ ৯৪ হাজার দর্শকের বসার ব্যবস্থা সহ কালাবাস মাছের মত আকৃতির জোহানেসবার্গের নতুন স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে আগামী ১১ই জুন খেলবে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা আর মেক্সিকো৷ সেই ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা : সঞ্জীব বর্মন