1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিরলেন জার্মান অধিনায়ক মিশায়েল বালাক

২৪ জানুয়ারি ২০১১

দীর্ঘ সময় ভক্তরা বঞ্চিত হয়েছেন জার্মান অধিনায়ক মিশায়েল বালাকের কারিশমা থেকে৷ ইনজুরির কারণে সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে বালাক৷ তবে রবিবার আবারও মাঠে হাজির হন তিনি৷ সাথে ৩-১ গোলে জয় নিয়ে দ্বিতীয় স্থানে বায়ার লেভারকুজেন৷

https://p.dw.com/p/101Ox
মিশায়েল, বালাক, জার্মান, অধিনায়ক, Bundesliga, Ballack, Germany, Football, Sports, Dortmund, Champion, ফুটবল, খেলা, ক্রীড়া
মিশায়েল বালাকছবি: picture alliance/dpa

চার মাস পর মাঠে নামলেন বালাক৷ রবিবার বোরুসিয়া মোনশ্যেনগ্লাডবাখের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে খেললেন বালাক৷ ৩৪ বছর বয়সি এই তারকা ফুটবলার সাংবাদিকদের বললেন, ‘‘আবারও মাঠে ফেরাটা একটা চমৎকার অনুভূতি৷ আর বিশেষ করে দল যখন ২-০ গোলে প্রথমার্ধ শেষ করেছে তখন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে আসাটা আরো সহজ৷ ফলে নিজেকে সৌভাগ্যবান বলেই মনে হচ্ছে৷'' তবে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগার চলতি মৌসুমে যে তাঁর দল শিরোপা পাবে না এমন কথা সহজেই স্বীকার করলেন তিনি৷ বললেন, ‘‘শীর্ষস্থানটি আমাদের তো বটেই অন্য সবারই হাতছাড়া হয়ে গেছে এবার, কারণ ডর্টমুন্ড অনেক দূরে এগিয়ে গেছে৷''

ফুটবল বোদ্ধারাও বালাকের সাথে একমত হবেন৷ কারণ একদিন আগে স্টুটগার্টের সাথে ১-১ গোলে ড্র করে একেবারে শীর্ষে নিজেদের জায়গা আরো পাকা করেছে বোরুসিয়া ডর্টমুন্ড৷ নিজেদের ঝুলিতে এখন ৪৭ পয়েন্টের বিশাল সংগ্রহ৷ রবিবার মোনশ্যেনগ্লাডবাখকে ৩-১ গোলে হারিয়ে বায়ার লেভারকুজেনের সংগ্রহ এখন ৩৬ পয়েন্ট৷ ফলে ডর্টমুন্ডের সাথে ব্যবধান ১১ পয়েন্টের৷

যাহোক, লেভারকুজেনের জয়ের কৃতিত্ব গেছে গনজালো কাস্ট্রোর ঘরে৷ ৪৫ এবং ৭৩ মিনিটে দু'টো গোল করেন কাস্ট্রো৷ এর আগে ৩৭ মিনিটে গোলের সূচনা করেন মিশাল কাডলেক৷ এমনিতেই চলতি মৌসুমে তালিকার একেবারে নিচে নেমে গেছে মোনশ্যেনগ্লাডবাখ৷ তার উপর রবিবার একটিও গোল না পেয়ে খুব মন খারাপ বেচারা গ্লাডবাখারদের৷ এখন পর্যন্ত তাদের ঝুলিতে রয়েছে মাত্র ১৩ পয়েন্ট৷

রবিবারের অপর খেলাটি ছিল নিচের দিক থেকে তৃতীয় স্থানে থাকা জাঙ্কট পাউলির সাথে মধ্যভাগের দল হফেনহাইমের৷ ২-২ গোলে ড্র করেছে তারা৷ ২৯ মিনিটে মারভিন কম্পারের গোলে এগিয়ে যায় হফেনহাইম৷ তবে তারপর দীর্ঘ সময় আর গোলের দেখা মেলেনি তাদের৷ এর মধ্যে ৫১ এবং ৮২ মিনিটে মাক্স ক্রুজে ও গেরাল্ড আসামোয়াহর গোলে এগিয়ে যায় জাঙ্কট পাউলি৷ জয়ের স্বপ্ন নিয়েই এগুচ্ছিল বুন্ডেসলিগায় খেলতে আসা নতুন দলটি৷ কিন্তু ৯০ মিনিটে সেই আশায় ছেদ টেনে দেন হফেনহাইমের ডেভিড আলাবা৷ ফলে শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জাঙ্কট পাউলিকে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম