1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঐতিহ্যবাহী ডাভোস স্লেজ-গাড়ি

শ্যারন বের্কাল/জেডএইচ২৬ এপ্রিল ২০১৬

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকের জন্য বিখ্যাত সুইজারল্যান্ডের ডাভোস শহর৷ তবে এই শহরের আরেকটি জিনিস আগে বিশ্বখ্যাত ছিল৷ তার নাম ‘ডাভোস স্লেজ-গাড়ি'৷

https://p.dw.com/p/1IcHt
DW Euromaxx Davos Schlitten
ছবি: DW

পরবর্তীতে সস্তা স্লেজ-গাড়ির আবির্ভাব হলে প্রতিযোগিতায় টিকতে না পেরে ডাভোস স্লেজ-গাড়ি তৈরি বন্ধ হয়ে গিয়েছিল৷ সম্প্রতি আবারও সেটি বাজারে ছাড়া হয়েছে, বিক্রিও হচ্ছে৷

ডাভোসের শীতকালীন ক্রীড়া জাদুঘরে ঐতিহ্যবাহী এই স্লেজ-গাড়ি সম্পর্কে বিস্তারিত জানা যায়৷ শুরুতে মাল টানার উদ্দেশ্যে স্লেজ-গাড়ি বানানো হয়েছিল৷ বরফের উপর দিয়ে চলার জন্য চাকার চেয়ে ব্লেড ভালো৷ বিদেশি পর্যটকরা বিনোদন আর খেলার জন্য স্লেজ-গাড়ি ব্যবহার করতেন৷

১৮৮৩ সালে ডাভোসে প্রথম স্লেজ-গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

নতুন করে ফিরে এলো ‘ডাভোস স্লেজ-গাড়ি’

ডাভোস পর্যটন সংস্থার নুট লিথা জানান, ‘‘ডাভোসের বাসিন্দারা খুব গর্বিত এই কারণে যে, একসময় সারা বিশ্বে ডাভোস স্লেজ-গাড়ি ব্যবহৃত হয়েছে, আর এখন আবার সেটি নতুন করে ফিরে এসেছে৷''

দু'টি ভিন্ন আকারে ডাভোস স্লেজ-গাড়ি তৈরি হয়৷ এছাড়া আগ্রহী ক্রেতার জন্য ‘কাস্টমাইজ' করেও তৈরি করে দেয়া হয়৷ একেকটি স্লেজ-গাড়ির দাম ৬০০ ইউরো থেকে শুরু হয়৷ সারা জীবনের জন্য ওয়ারেন্টি দেয়া হয়৷ কাঠমিস্ত্রী পাউল আরড্যুসার বলেন, ‘‘ডাভোস স্লেজ-গাড়ি আসলে ঘড়ির মতো, যেটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ব্যবহৃত হয়৷ অর্থাৎ দাদা তার নাতিকে একটা স্লেজ-গাড়ি কিনে দেবে৷ নাতি সেটা ব্যবহার করে তার সন্তানকে দিবে৷ আমরা এমন ঐতিহ্যই আবার ফিরিয়ে আনতে চাই৷ আমি খুশি হবো যদি এটি কোনো পরিবারের ইতিহাসের অংশ হয়ে থাকতে পারে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য