ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে | পাঠক ভাবনা | DW | 19.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে

কলকাতার সাথে বায়ার্ন মিউনিখের সুসম্পর্ক নিয়ে এক অসাধারণ পরিবেশনা শুনলাম আজকের পশ্চিমের জানালা ফিচার পর্বে৷ বায়ার্ন মিউনিখের এই আগমন,

কলকাতায় বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা

কলকাতায় বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা

যুবভারতীর ঘাসে জার্মান ফুটবলের শিল্প প্রদর্শন নিশ্চিতভাবে আমাদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে৷ডা. সিদ্ধার্থ ও চৈতালি সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

প্রধান বিচারপতির বাসভবনে ককটেল বিস্ফোরণের খবরটি পড়ে অবাক হলাম৷ একটি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির ককটেল হামলা করা সত্যি ন্যাক্কারজনক৷ আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি৷ আমরা চাই তদন্ত পূর্বক প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক৷ আমরা চাই না এ বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দল কাদা ছোঁড়াছুঁড়ি করুক৷ কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে আমরা দেখি সরকারি দল বিরোধী দলকে এবং বিরোধী দল সরকারি দলকে দোষারোপ করে থাকে যা কখনই উচিত নয়৷

'বখাটেদের হাতে নানা খুন' ‘নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় কুড়িগ্রামে জীবন দিলেন নানা' সংবাদটি শুনে সত্যি আমার খুব খারাপ লাগল৷আমরা এ কেমন সভ্য দেশে বাস করছি৷ এ সমস্ত বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না কেন আমি তা বুঝতে পারছি না৷ কিশোরী নাতনিকে উদ্ধার করতে এসে লাশ হলেন নানা৷ তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এবং গলাটিপে শ্বাসরোধ করে মেরে ফেলে বখাটেরা৷ বতর্মান সময়ের আলোচিত ঘটনা হচ্ছে এই ইভটিজিং৷ আমার মনে হয় এসব বখাটেদেরকে ক্রসফায়ারের আওতায় এনে শাস্তি দেওয়া হোক৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ আমলা, মিরপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে ঢুকে আমি খুবই আনন্দিত হলাম যে এই ওয়েবসাইটটি সত্যি নানা রকম তথ্যে পূর্ণ৷ আমি পুরনো শ্রোতা তবে নতুন ইমেইল করছি৷ মোঃ আবদুস সালাম সৌরভ, বাংলাদেশ৷

আজ সকালে এফএম ব্যান্ডে বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবর, জার্মানিতে সন্ত্রাসী হামলার আশংকা,ম্যালেরিয়ার ওসুধএবংফিচার পর্ব সবুজ পৃথিবীতে নরওয়ের সমুদ্রের তেল ফিল্ডের শব্দ দূষণ নিয়ে প্রতিবেদন শুনে আমরা সত্যিই খুশি হয়েছি৷ চমত্কার তথ্য সম্বলিত জ্ঞানবর্ধক অনুষ্ঠানএফএম ব্যান্ডে ১০৫ মেগাহার্ত-এ সুদূর কুষ্টিয়ারএক মফস্বল অঞ্চল থেকে শুনতে পেয়ে আমাদের ভীষণ ভাল লেগেছে৷ আর এই জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে ডয়চে ভেলের সবাইকে অসংখ্য ধন্যবাদ৷মোখলেসুর রহমান,খাদিমপুর বাজার, কুষ্টিয়া, বাংলাদেশ৷

 গতকাল রাতের অধিবেশনে বিদেশি ছাত্রছাত্রীদের বৃত্তি সংক্রান্ত খবরাখবর নিয়ে ক্যাম্পাস ভালো লাগলো৷ বিধান সান্যাল, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত এফএম ব্যান্ডের নিয়মিত শ্রোতা৷ আপনাদের ওয়েবসাইট দেখে আমি খুবই আনন্দিত৷ বাংলা ওয়েবসাইটটি খুবই ভালো৷ মাহফুজ মেহেদি, রাজশাহী, বাংলাদেশ৷

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ডয়চে ভেলে যেভাবে এগিয়ে চলেছে তাতে আমরা সত্যি ধন্য৷ সত্যিই এ যেন নতুন রূপের এক অনবদ্য ডয়চে ভেলে, ধন্যবাদ৷ এইচ এম রনি, ভোলা, বাংলাদেশ৷