1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলের জগতে আবারো ফিরছেন ‘সুপারস্টার’ বেকহ্যাম

২৭ এপ্রিল ২০১০

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ না হলেও, গোড়ালির চোট কাটিয়ে আগামী নভেম্বরে আবারো মাঠে নামছেন বিশ্বের সব চেয়ে ধনী ফুটবলার ৩৫ বছর বয়স্ক ডেভিড বেকহ্যাম৷

https://p.dw.com/p/N7oC
ফাইল ফটোছবি: AP

গত মার্চ মাসে এসি মিলানের হয়ে খেলতে গিয়ে ঐ চোট পান বেকহ্যাম৷ আর তখন থেকেই মাঠের বাইরে তিনি৷ চোট সেরে উঠতে প্রায় ছয় মাস লাগবে - অস্ত্রোপচারের ঠিক পর পর এ কথা বলা হলেও, এখন দেখা যাচ্ছে সম্ভবত নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে এই ইংলিশ ফুটবল তারকাকে৷ জানিয়েছেন বিশ্বখ্যাত এই তারকার চিকিৎসক সাকারি ওরাভা৷ আর বেকহ্যাম জানিয়েছেন, ছয় মাস পার হওয়ার পরও, আমি আরো তিন মাস দৌড়াতে পারবো না৷ তাঁর নিজের কথায়, ‘‘এখনও আমি খুব ভালোভাবে স্ট্রেচ করতে পারছি না৷ এখনও আমাকে প্রতিদিন ক্রাচ ব্যবহার করতে হচ্ছে৷ পড়তে হচ্ছে বুট জুতো৷ এটা খুব সহজ নয়৷ বরং বেশ কষ্টের৷''

তাই এই মৌসুমে তাঁকে যে শীর্ষ কোনো ফুটবল লিগে দেখা যাবে না - তা বলাই বাহুল্য৷ শুধু তাই নয়, ২০১২ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের কোয়ালিফাইং পর্বে এবং ২০১১ সালের মার্চ মাসের আগে তিনি যে আবারো ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন - সে কথাও ঠিক হলফ করে বলা যাচ্ছে না৷

অবশ্য, চোট থাকা সত্ত্বেও বিশ্বকাপে ইংল্যান্ড ফুটবল দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যেতে প্রস্তুত ডেভিড বেকহ্যাম৷ সেখানে উপস্থিত থেকে স্বাভাবিকভাবেই তিনি নিজের দেশকে, দলকে উৎসাহ দেবেন৷ একেই বোধহয় বলে ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম'৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক