1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল - ফিরে দেখা ২০১০

৩১ ডিসেম্বর ২০১০

২০১০ সাল ছিল বিশ্বকাপের বছর৷ ফিফার বিশ্বকাপ জয়ের তালিকায় নতুন একটি দেশ আমরা পেয়েছি৷ দেশটি ছিল স্পেন৷ এছাড়া এ বছর পৃথিবীতে ফুটবলের মাঠে ঘটেছে কাঙ্খিত-অনাকাঙ্খিত অনেক ঘটনা৷

https://p.dw.com/p/zrxe
World Cup, spain
ফিফা বিশ্বকাপ ২০১০ ছিল স্পেনেরছবি: AP

১১ই জুলাই জোহানেসবার্গে হল্যান্ডের সঙ্গে ফাইনালে খেলতে নামে স্পেন৷ প্রথমবারের মত স্পেনের জন্য বিশ্বকাপ ফাইনাল৷ তবে হল্যান্ডের জন্য তা ছিল তৃতীয়বার৷ কোন বারই তারা কাপ পায়নি৷ প্রতিবারই তারা রানার্সআপ হয়েছিল৷ ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে স্পেনের সঙ্গে ১-০ গোলে হেরে যায় হল্যান্ড৷ স্পেনের হয়ে দুর্দান্ত গোলটি করেন আন্দ্রেয়াস ইনিয়েস্তা৷ খেলা ছিল দেখার মত৷

Iniesta
স্পেনের হয়ে দুর্দান্ত গোলটি করেন আন্দ্রেয়াস ইনিয়েস্তাছবি: AP

২রা জুলাই ছিল কোয়ার্টার ফাইনাল৷ ঘানা বনাম উরুগুয়ে৷ প্রথমবারের মত ঘানা এসেছিল কোয়ার্টার ফাইনালে৷ খেলার ফলাফল ছিল ১-১৷ আসামোয়া গিয়ান একটি পেনাল্টি মিস করে সর্বনাশ ডেকে আনেন দলের জন্য৷ খেলা চলে যায় টাই ব্রেকারে৷ ফলাফল উরুগুয়ে ৪, ঘানা ২৷

থাকছি বিশ্বকাপের সঙ্গেই৷ ২৭শে জুন – জার্মানি বনাম ইংল্যান্ড৷ চার -এক গোলে খেলা শেষ হয়৷ ক্লোজে, পোডলস্কি এবং মুলার গোলগুলো করেন৷ ইংল্যান্ডের পক্ষ থেকে গোল করেন ম্যাথিউ আপসন৷ আর্জেন্টিনাকেও ধরাশায়ী করে জার্মানির তরুণ দল৷ জার্মানি তৃতীয় স্থান অধিকার করে৷

Bayern Munich, Inter Milan, Champions League
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ গোল করতে ব্যর্থ হয়, কাপ জেতে ইন্টার মিলানছবি: picture-alliance/dpa

মে মাসের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখ কোন গোল করতে ব্যর্থ হয়৷ ইন্টার মিলান কাপ জেতে ২-০ গোলে৷ ১৯৬৫ সালের পর আবারো চ্যাম্পিয়ন্স লিগের কাপ জিতে নেয় ইন্টার মিলান৷ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনাল খেলাটি হয় ইন্টার মিলান এবং বার্সেলোনার সঙ্গে৷ ইন্টার মিলান ৩ গোল করে৷ বার্সেলোনা মাত্র ১ টি৷

নভেম্বর মাসে অনুষ্ঠিত হল স্পেনের লা লিগা৷ খেলেছিল বার্সেলোনা বনাম রেয়াল মাদ্রিদ৷ জিতেছিল বার্সেলোনা ৫-০ গোলে৷ সেই খেলায় চমক দেখাতে ব্যর্থ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক