1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল বিশ্বকাপের টুকিটাকি

২০ মে ২০১০

বিশ্বকাপের আগেই পরবর্তী কোচের নামকরণ করে বসে আছে ফরাসি ফুটবল ফেডারেশন৷ মারাদোনা এক ক্যামেরাম্যানকে গাড়ি চাপা দিয়েছেন৷ আর রয়েছে দক্ষিণ আফ্রিকার যৌনকর্মীদের উদ্বেগ৷

https://p.dw.com/p/NSik
এমনই দেখতে বিশ্বকাপ ফুটবল ২০১০-এর একটি টিকিট

বিশ্বকাপের পরেই ফ্রান্সের জাতীয় কোচ রেমঁ দমিনিক'কে বিদায় নিতে হচ্ছে৷ জাতীয় একাদশের শেষ কিছু খেলায় তাঁকে একটানা দুয়ো দিয়েছে ফ্যানরা৷ আর দেবে নাই বা কেন ? থিয়েরি অঁরি মারাদোনা'র ‘‘ভগবানের হাত'' পদ্ধতিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোলটি করিয়ে প্লে-অফ'এর সুযোগ এনে না দিলে ফ্রান্সকে এবার বাড়িতেই থাকতে হতো৷ সব মিলিয়ে চাপ এতো বেশী, যে এফএফএফ বা ফরাসি ফুটবল ফেডারেশন বিশ্বকাপের আগেই নবযুগের সূচনা ঘোষণা করে বসে আছে : বিশ্বকাপের পর লরঁ ব্লঁ হবেন নতুন কোচ৷

‘‘প্রেসিডঁ''

ব্লঁ'র নাম বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই৷ ১৯৯৮-এর জিনেদিন জিদান-ধন্য বিশ্বকাপ বিজয়ী ফরাসি দলের সদস্য ছিলেন ব্লঁ৷ ২০০০-এ ফ্রান্স ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতার সময়েও তাই৷ খেলেছেন বার্সেলোনা, অলিম্পিক মার্সাই, ইন্টার মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেড'এর মতো ক্লাবের হয়ে৷ নেতৃত্ব দেবার ক্ষমতা এমন যে তাঁকে আদর করে ‘‘প্রেসিডঁ'', অর্থাৎ ‘প্রেসিডেন্ট' বলে ডাকে ফ্যানরা৷

‘‘তুমি কি ধরণের আহাম্মক হে ?''

ওদিকে ফুটবল তথা কেলেঙ্কারির কিংবদন্তী দিয়েগো মারাদোনা বুধবার মিনি গাড়ি চালিয়ে একটি সাংবাদিক সম্মেলনে যাবার সময় যথারীতি সাংবাদিক-ক্যামেরাম্যানদের ভিড়ের মধ্যে পড়েন৷ একজন ক্যামেরাম্যান মাটিতে পড়ে যাওয়ার পর মারাদোনার গাড়ির চাকা তাঁর পায়ের উপর দিয়ে চলে যায়৷ মারাদোনাকে গাড়ি থেকেই চিৎকার করতে শোনা যায় : ‘‘তুমি কি ধরণের আহাম্মক হে? পা'টা ঠিক সেখানে রেখেছো যেখানে সেটা গাড়ি চাপা পড়বে?''

এইডস'এর ভীতি

জোহানেসবার্গের যৌনকর্মীরাও ফুটবল বিশ্বকাপ থেকে একটা মোটা ফায়দা আশা করছিলেন৷ তা'তে বাদ সেধেছে একদিকে এইডস এবং অপরাধবৃত্তির ভীতি, অন্যদিকে পৌর প্রশাসন৷ বিশ্বে দক্ষিণ আফ্রিকাতেই এইডস রোগাক্রান্তদের সংখ্যা সর্বাধিক : মোট ৫৭ লক্ষ৷ কাজেই বিদেশী ফুটবল ফ্যানদের তাদের স্বদেশেই সাবধান করে দেওয়া হচ্ছে : ও' পথে যেও না৷ আবার স্বদেশেও কর্তৃপক্ষ যৌনকর্মীদের জন্য কোনো নিরাপদ এলাকা নির্দ্দিষ্ট করে দিতে অরাজী - যদিও ২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপে ঠিক সেই পন্থাই অবলম্বন করা হয়েছিল৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ