1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেটেলের গাড়ির নাম ‘সুজি'

১৩ মার্চ ২০১৪

ফর্মুলা ওয়ান মোটর রেসিং-এর নতুন মরশুম শুরু হতে চলেছে৷ রেড বুল দলের বিশ্বচ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ফেটেলের জন্য এবার রয়েছে এক নতুন গাড়ি৷ ‘হাংরি হাইডি'-র কাছ থেকে বিদায় নেবার পর ফেটেলের নতুন গাড়ির নামকরণ করা হয়েছে ‘সুজি'৷

https://p.dw.com/p/1BOhU
Formel 1 Rennfahrer Sebastian Vettel in Sotschi pixel
সেবাস্টিয়ান ফেটেলছবি: picture-alliance/dpa

ফেটেল কি এবার পর পর পঞ্চমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবেন? মাঝে বিরতির সময়টায় প্র্যাকটিস সেসনগুলোয় যা দেখা গিয়েছে, তা-তে মনে হয় রেড বুল এবার – অন্তত গোড়ার দিকে – রেস শেষ করতে পারলেই স্বস্তির নিশ্বাস ফেলবে৷ এই হল এ মরশুমে সূচিত নতুন টেকনিকাল পরিবর্তনগুলির ফলশ্রুতি, অন্তত সাফল্যে অভ্যস্ত রেড বুল দলের পক্ষে৷

‘সুজি' সম্পর্কে ফেটেল তাঁর নিজের ওয়েবসাইটে লিখেছেন: ‘‘নতুন আরবি১০ গাড়িটিকে আমরা ‘সুজি' বলেও ডাকি৷ তার আর কোনো কারণ নেই, শুধু নামটা আমাদের ভালো লেগেছে বলে৷'' ‘সুজি'-র পূর্বসূরিদের নাম ছিল ‘হাংরি হাইডি' বা ক্ষুধিত হাইডি; ‘অ্যাবি' (অ্যাবিগেইল-এর সংক্ষিপ্ত সংস্করণ); ‘কিংকি কাইলি' বা উদ্ভট কাইলি; ‘লাসিয়াস লিজ' বা লাস্যময়ী লিজ; ‘ব়্যান্ডি ম্যান্ডি' বা যৌনআবেদনময়ী ম্যান্ডি; ‘কেটস্ ডার্টি লিটল সিস্টার' বা কেট-এর পাজি ছোটবোন৷ আর থাকছে ‘কেট' স্বয়ং৷

ফর্মুলা ওয়ান মোটর রেসিং-এর মতো পুরুষালি স্পোর্টে এ ধরনের সেনাছাউনির রংরুটদের মার্কামারা পোস্টারের মতো মহিলাদের নামে গাড়ির নাম রাখায় যাদের আপত্তি আছে, তাদের মনে রাখতে হবে, শেষমেষ রেস জয়ই হলো কেট থেকে সুজি, সকলের মূল্যায়নের ভিত্তি৷ কাজেই অস্ট্রেলিয়ান গ্রঁ প্রি সম্বন্ধে ফেটেলের মন্তব্য: ‘‘আমার দৃষ্টিকোণ থেকে যা গুরুত্বপূর্ণ, তা হলো আমাকে বিশদ ফিডব্যাক দিতে হবে গাড়িটা কিভাবে চলছে এবং তার বিভিন্ন সমস্যা নিয়ে; গাড়ি এবং ইঞ্জিন চালাতে কেমন লাগছে, গাড়ি নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের এই সব ফিডব্যাক দিতে হবে, যা-তে তারা সমস্যাগুলো আর একটু ভালো বুঝতে পারে এবং তাড়াতাড়ি সেগুলোর সমাধান করতে পারে৷''

তবে ২০১৩ সালের মরশুমে হাংরি হাইডি শেষ ন'টি রেসের প্রতিটিতেই জয়লাভ করে৷ এবার সুজি মেলবোর্নে তার প্রথম রেসটা শেষ করতে পারবে কিনা, তারই নিশ্চয়তা নেই৷ অথচ এই রেড বুল দলের গত পাঁচ বছরের খতিয়ান হলো: চারবার ড্রাইভার্স ও কনস্ট্রাক্টর্স চ্যাম্পিয়নশিপ জেতা; ৪৭টি রেসে জয় এবং ৫৭টি রেসে পোল পজিশন৷ সাধে কি ফেটেল লিখেছেন: ‘‘গত কয়েক বছরে আমরা সত্যিই আশাতীত সাফল্য পেয়েছি৷''

চলতি মরশুম সম্পর্কে ফেটেলের বক্তব্য: ‘‘সময় ভালো না হওয়া সত্ত্বেও আমরা এগিয়ে যেতে চাই৷... এক বছর অনেকটা সময়৷ গাড়ি সংক্রান্ত নতুন নিয়মাবলী সব দল ও ড্রাইভারের পক্ষেই এক৷ ২৩শে ডিসেম্বরের চূড়ান্ত রেস অবধি অনেক কিছু ঘটে যেতে পারে৷''

কাজেই ফেটেল আর সুজি-র জুটি এবার ফর্মুলা ওয়ানে ভেলকি দেখাবে কিনা, তা নিয়ে আপাতত ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়৷

এসি/ডিজি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য