1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফের হাসপাতালে ভর্তি সৌরভ

২৭ জানুয়ারি ২০২১

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি ভারতের সাবেক ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

https://p.dw.com/p/3oTQF
সৌরভ
ছবি: Getty Images/AFP/P. Paranjpe

আবার অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। বুকে ব্যাথা নিয়ে ভর্তি হয়েছেন বাইপাসের ধারে একটি হাসপাতালে। সৌরভের পরিবার জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই তাঁর বুকে ব্যথা শুরু হয়। বুধবার দুপুরে ব্যথা আরো বাড়ে। তারপরেই তাঁকে ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

সৌরভের চিকিৎসকরা তাঁকে ২৪ ঘণ্টা মনিটরিংয়ের মধ্যে রেখেছেন। হাসপাতালে তাঁর একাধিক পরীক্ষা হয়েছে। এ দিন দুপুরে তাঁকে গ্রিন করিডোর তৈরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পায়ে হেঁটেই হাসপাতালের ভিতরে ঢুকেছেন তিনি। কেন মঙ্গলবার রাত থেকে নতুন করে তাঁর বুকে ব্যথা শুরু হলো, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানাননি চিকিৎসকেরা।

গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় প্রথম অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছিলেন, সাবেক ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাঁর হার্টে একটি স্টেন্টও বসানো হয়েছিল। তবে ভারতের বিখ্যাত হার্ট বিশেষজ্ঞ সৌরভকে জানিয়েছিলেন, তিনি এখন সম্পূর্ণ ফিট। সব কাজ করতে পারবেন। হাসপাতাল থেকে কয়েকদিনের মধ্যেই ছুটি পেয়েছিলেন সৌরভ। ফের কেন তাঁর বুকে ব্যথা শুরু হলো, তা নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার।

এদিন সৌরভ হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাঁর খোঁজ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের মাধ্যমে শাহ সৌরভের খোঁজ নিয়েছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার পত্রিকা)