1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

নার্সের ক্ষুব্ধ বক্তব্য ভাইরাল

৭ ফেব্রুয়ারি ২০১৮

মার্কিন এক সেবিকা কাজ শেষে রেগে গিয়ে ফেসবুকে একটি পরামর্শমূলক ভিডিও আপলোড করেছেন৷ গত দশদিনে সেটি ৯১ লাখের বেশিবার দেখা হয়েছে৷

https://p.dw.com/p/2sDuH
Hände waschen
ছবি: picture alliance/dpa/C. Klose

কিন্তু কী আছে ঐ ভিডিওতে? ফ্লোরিডার এক হাসপাতালের জরুরি বিভাগে সেবিকা হিসেবে কাজ করেন ৷ সেখানে তিনি প্রতিদিন রোগীদের কাজকর্ম দেখতে দেখতে বিরক্ত৷ বিশেষ করে হাঁচি দেয়ার সময় হাতের তালুতে নাক ঢাকা এবং তারপর হাত না ধোয়া৷ লকলার মনে করেন, এর ফলে  জীবাণু চারদিকে ছড়িয়েপড়ে৷ কারণ হাত দিয়ে নাক ঢাকলে হাত জীবাণু আক্রান্ত হয়৷ পরে সেই হাত না ধুয়ে খাবার খেলে নিজের শরীর জীবাণু আক্রান্ত হতে পারে৷ এছাড়া গণপরিবহণসহ প্রকাশ্য কোনো স্থানে সেই হাত ছোঁয়ালে অন্যদের মাঝে জীবাণু ছড়িয়ে পড়ার আশংকা থাকে বলে মনে করেন লকলার৷

এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে একটি ‘ম্যাজিক ট্রিকও' শিখিয়েছেন তিনি৷ প্রায় ছয় মিনিটের এই ভিডিওর চার মিনিটের সময় গেলে সেই ট্রিকটি দেখা যাবে৷ লকলার দেখিয়েছেন, হাঁচি দেয়ার সময় হাতের তালুতে নাক না ঢেকে কনুইয়ের ভাঁজে নাক লুকাতে হবে৷ তাহলে সহজে জীবাণু ছড়াবে না৷

গত ২৭ জানুয়ারি নিজের ফেসবুকে ভিডিওটি আপলোড করেন লকলার৷ ১২ ঘণ্টা কাজ শেষে ‘আফটার ওয়ার্ক থটস' নামের ভিডিওটি তৈরি করেন তিনি৷ এখন পর্যন্ত সেটি প্রায় ৯২ লাখ বার দেখা হয়েছে৷ ভিডিওতে সচরাচর হাসপাতালে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ এছাড়া সুস্থ সন্তান, বিশেষ করে নবজাতকদের হাসপাতালে না নিয়ে যেতে মা-বাবাদের পরামর্শ দেন লকলার৷

কিন্তু এমন শিক্ষামূলক ভিডিও এত মানুষ কেন দেখছেন? উত্তর জানতে নিজেই ভিডিওটি দেখে নিন৷

জেডএইচ/ডিজি (এপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য