1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক ছাড়লেন ৩০,০০০ ব্যবহারকারী

২ জুন ২০১০

প্রতিবাদে ফেসবুক ত্যাগ৷ প্রশ্ন উঠতে পারে কিসের প্রতিবাদ? প্রতিবাদ ফেসবুকের নিরাপত্তা নীতি নিয়ে৷ সংস্থাটির নতুন নিরাপত্তা নীতি নাকি গ্রাহকের তথ্য সুরক্ষায় পর্যাপ্ত নয়৷ তাই, প্রতিবাদে ফেসবুক ত্যাগ৷

https://p.dw.com/p/NfV5
ফাইল ফটোছবি: AP

প্রতিবাদকারীরা গত সোমবারকে বেছে নেয় ‘কুয়িট ফেসবুক ডে' হিসেবে৷ ফেসবুক ত্যাগের জন্য এমন দিনের আয়োজকরা জানাচ্ছেন, আমাদের কাছে বিষয়টির দুটো দিক ছিল৷ হয় নিরাপত্তা রক্ষায় সঠিক নির্দেশনা অথবা ভালো কোন লক্ষ্য নিয়ে নিরাপত্তা সেটিংস নির্ধারণ৷ কিন্তু ফেসবুক তার কোনটিই করেনি৷

নিজেদের নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক এই দল আরো জানাচ্ছে, তথ্য সুরক্ষায় ফেসবুকের নতুন সেটিংস পর্যাপ্ত নয়৷

ইতিমধ্যে ফেসবুক ত্যাগের এই আহ্বানে সাড়া দিয়েছেন ৩২,৭৪৯ জন ফেসবুক ব্যবহারকারী৷ অবশ্য এই সংখ্যা ফেসবুকের জন্য বড় কোন সংখ্যা নয়৷ কারণ, প্রতিমাসে ফেসবুক ভিজিট করেন অন্তত ৫৪০ মিলিয়ন মানুষ৷ আরো সহজ করে বলতে গেলে, বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৩৫ শতাংশই নিয়মিত ফেসবুক ভিজিট করেন৷

তবে, ইন্টারনেট ব্যবহারকারীদের যে বিশ্বাসের উপর ভিত্তি করে ফেসবুক আজকের অবস্থানের পৌঁছেছে, সেই বিশ্বাসে ধাক্কা লাগায় খানিকটা উদ্বিগ্ন ইন্টারনেট বিশেষজ্ঞরা৷ উদ্বিগ্ন ফেসবুকও৷ আর তাই, ফেসবুকে গ্রাহকের তথ্য সুরক্ষায় নিয়মনীতিতে আরো পরবর্তন এসেছে৷ সহজ করা হয়েছে, তথ্য সুরক্ষার পদ্ধতি৷ একইসঙ্গে তৃতীয়পক্ষের এপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রেও আনা হয়েছে সহজবোধ্য পরিবর্তন৷

বলাবাহুল্য ফেসবুকের এসব উদ্যোগ সত্ত্বেও সন্তুষ্ট নয় এর ব্যবহারকারীরা৷ বরং দাবি উঠেছে, ফেসবুক ব্যবহারকারীদের সব প্রোফাইল শুরুতেই গোপন করে রাখতে৷ এরপর ব্যবহারকারী চাইলে ধাপে ধাপে তার প্রোফাইলের নানা অংশ উম্মুক্ত করে দিতে পারবে৷ কিন্তু ফেসবুককি সেটা করবে?

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার