1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক-টুইটারেও প্রশংসা কুড়ালো দক্ষিণ আফ্রিকা

৩০ জুন ২০১০

বিশ্বকাপ ফুটবলের আসর শুধু সবুজ মাঠেই সীমাবদ্ধ নেই৷ ফুটবলের এই মহাআসর আয়োজন করে ফেসবুক ও টুইটারেও প্রশংসা কুড়ালো দক্ষিণ আফ্রিকা৷ মার্কেটিং-এও বেশ সফল তারা, মন্তব্য বিশ্লেষকদের৷

https://p.dw.com/p/O6vG
টুইটার লোগোছবি: twitter

প্রচারণার কাজে ১০ কোটি ডলার ব্যয় করেছে দক্ষিণ আফ্রিকা৷ সারাবিশ্বের টেলিভিশন চ্যানেলে দিয়েছে বিশ্বকাপের বিজ্ঞাপন৷ মূলত বিশ্বকাপের আসরকে ঘিরে নিজেদের একটা ভালো বাজার তৈরির প্রচেষ্টা চালিয়েছে দেশটি৷ কাজও হয়েছে বলে মনে হচ্ছে৷ কারণ বিশ্বের নামিদামি তারকারা এই আসর উপলক্ষ্যে ঘুরে বেড়াচ্ছেন নানা পর্যটন এলাকায়৷ এমনকি শীঘ্রই আবারো বেড়াতে আসার কথাও জানিয়েছেন অনেকেই৷

হলিউড তারকা থেকে শুরু করে ক্রীড়ামোদী ভক্ত এবং সাধারণ দর্শকদের যে প্রশংসা দক্ষিণ আফ্রিকা ফেসবুক ও টুইটারে পেয়েছে তা খুব আশাব্যঞ্জক৷ অন্তত ‘ব্র্যান্ড সাউথ আফ্রিকা'র প্রধান মিলার ম্যাটোলা এমনটিই মনে করছেন৷ তিনি বলেন, মুখে মুখে প্রচারণার জায়গা এখন দখল করেছে সামাজিক যোগাযোগের ইন্টারনেট ভিত্তিক মাধ্যমগুলো৷ আমাদের দেশ সম্পর্কে এসব ই-মিডিয়াতে বিশেষ করে তারকাদের যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত৷ ম্যাটোলা বলেন, আরাধ্য তারকাদের কাছ থেকে যেসব মন্তব্য আসে, সেগুলোর প্রতি অগাধ ভক্তি থাকে সাধারণ মানুষের৷

Fußball WM 2010 Fans Argentinien Flash-Galerie
উল্লসিত ফুটবল প্রেমীরাছবি: AP

গায়িকা অ্যালিসিয়া কিজ ব্যান্ড দল ‘ব্ল্যাক আয়েড পিজ' এর সাথে জুড়ে দিয়েছেন তাঁর ছবি৷ ছবিতে দারুণ উল্লাস করতে দেখা গেছে তাঁকে দক্ষিণ আফ্রিকার প্রথম গোলের পর৷ আর তিনি লিখেছেন, ‘‘২০ বছর আগেও কেউ ভাবতেই পারেনি যে, গোটা বিশ্ব কখনও দক্ষিণ আফ্রিকায় ভিড় জমাবে৷ এটা একটা ঐতিহাসিক ঘটনা৷'' এমনকি একই উচ্ছাস প্রকাশ পেয়েছে ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম এবং হ্যারি, হিপহপ শিল্পী কে'নান, ব়্যাপার আর কেলি, রোলিং স্টোনস এর মিক জ্যাগার ও সাবেক তারকা কিমোরা লি সিমন্সের টুইটেও৷ শুধু তাই নয়, স্বয়ং ফিফা প্রধান সেপ ব্ল্যাটারও টুইট করেছেন এবারের আসর নিয়ে৷

সঙ্গীত শিল্পী অ্যাকন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জায়গায় ধারণ করা তাঁর ভিডিও চিত্র জুড়ে দিয়েছেন টুইটারে৷ আর একরাশ ভালোবাসা প্রকাশ করেছেন সবাই৷ আবারও ফিরে আসার প্রতিশ্রুতি ছিল বিদায়ের মুহূর্তে৷ আর বিশেষভাবে টুইটারে স্থান পেয়েছে ভুভুজেলার প্রসঙ্গ৷ টুইটার জানিয়েছে, এবারের বিশ্বকাপ ফুটবলের আসর ‘টুইটস' এর ক্ষেত্রে গড়েছে নতুন রেকর্ড৷ জাপান ডেনমার্ককে ৩-১ গোলে হারানোর পরপরই প্রতি সেকেন্ডে তিন হাজার দুইশ' তিরাশিটি করে টুইট করা হয়৷ অথচ অন্যান্য সময়ে গড় টুইটের হার সেকেন্ডে সাড়ে সাতশ' মাত্র৷ তবে টুইটার ব্যবহারকারীদের উপচে পড়া ভিড়ে এসময় জটের আশঙ্কাও উড়িয়ে দেননি টুইটার কর্তৃপক্ষ৷ তাই এসময় সেবায় কিছুটা ব্যাঘাত ঘটলে যেন বিরক্ত না হন ভোক্তারা সেব্যাপারেও আগেভাগেই জানিয়ে দিয়েছেন তাঁরা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক