ফেসবুক দেখুন – আমি এসেছি! | পাঠক ভাবনা | DW | 28.11.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ফেসবুক দেখুন – আমি এসেছি!

গতকাল রাতের অনুষ্ঠানে আমাদের কাছে সবচেয়ে জরুরি খবর ছিল আট বছর পর ইয়াসির আরাফাতের দেহাবশেষ কবর থেকে তুলে বিজ্ঞানীদের নমুনা সংগ্রহ এবং তাঁকে নিয়ে পূর্ণ প্রতিবেদন৷

বলা যায়, প্রায় পুরো নভেম্বর মাস জুড়েই শ্রোতাদের মতামত পর্বে শুধু ফেসবুকের মন্তব্য নেওয়া হয়েছে৷ শুধু গতকাল রাতে ই-মেলে পাঠানো মন্তব্য স্থান পেল৷ আমি গতকাল থেকে ফেসবুকে মন্তব্য পাঠাচ্ছি, প্রাপ্তিস্বীকার করবেন এই অনুরোধ৷ আলীয়াবাদ, রাজশাহীর বন্ধু প্রফেসর সাইফুল ইসলাম থান্দারের৷

- অনেক ধন্যবাদ আপনাকে ফেসবুকে যোগ দেওয়ার জন্য৷ আশাকরি এখন থেকে নিয়মিত মন্তব্য করবেন ফেসবুকে৷ অন্যদের সাথে আপনার মতামতও অনুষ্ঠানে তুলে ধরা হবে৷

ইয়াসির আরাফাতের দেহাবশেষ থেকে নমুনা সংগ্রহ বিষয়ে প্রতিবেদনটির জন্য ধন্যবাদ৷ এই বিষয়ে রিপোর্ট অন্য কোনো মিডিয়ায় চোখে পড়েনি৷ বি এম ফয়সাল আহমেদ, লিপন স্মৃতি রেডিও লিসনারস ক্লাব, ঘোড়াদাইড়, সুলতানশাহি, গোপালগঞ্জ থেকে৷

মো. মাসুদুর রহমান, নতুন মূলগ্রাম, কেশবপুর, যশোর থেকে লিখেছেন – অবশেষে দুর্নীতির যে প্রমাণ পেয়েছে সে জন্য দুদককে স্বাগত জানাই৷ এখন জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে৷ এই সকল লোকদের দেশ থেকে বের করে দিতে হবে৷ এদের দেশে থাকার কোনো অধিকার নেই৷

সরকার অবশেষে দুর্নীতির কথা শিকার করলো, সরকারের এই কাজটা আরো আগে করা উচিত ছিল৷ সরকারের কারণে ক্ষতি দেশের হয়েছে৷ তাই তার খেসারত আগামীতে আওয়ামী লীগকেই দিতে হবে৷

‘সংকট লেগেই আছে ব্রাজিলের ফুটবলে' – এই প্রতিবেদনটি শুনে ব্রাজিলের এবং ফুটবল দলের ভিতরের নানা তথ্য জানলাম৷ দুর্নীতির অভিযোগে পুলিশ ব্রাজিলের ৬টি রাজ্য থেকে গ্রেপ্তার করেছে ৩৩ জনকে! এটা মোটেই ভালো খবর নয়৷ আগামী বিশ্বকাপে তাদের দলের নয়, তাদের দেশের জন্যও বড় পরীক্ষা এটা৷ আমার তো প্রতিবেদনটি শুনে কেন জানি আশঙ্কা হচ্ছে, ঠিকভাবে অনুষ্ঠিত হবে তো আগামী বিশ্বকাপ ফুটবল? শহরের থাকা খাওয়ার অবস্থার কথা শুনেও ভালো মনে হচ্ছে না৷

ফিফা সেক্রেটারির কথায় ভরসা রেখে আমরা চেয়ে আছি আগামী বিশ্বকাপের দিকে আর ব্রাজিলের দিকে৷ তার দারুণ এই মজার উক্তি উল্লেখ না করে পারছিনা৷ ‘কোনো দম্পতি চাইলেই বিবাহ বিচ্ছেদ করতে পারে, কিন্তু বিশ্বকাপ আয়োজকের সঙ্গে কখনো বিচ্ছেদ হয় না'৷ অগত্যা আর কি করা....জেনে শুনে বিষপান করার মতোই....আর কি? তারপরও আশা করছি ভালো হবে সব আয়োজন৷ জয়তু ব্রাজিল৷

ক'দিন আগে একটি চমৎকার রিপার্ট শুনে বেশ ভালো লাগলো৷ মাঝে মাঝে এমন দারুণ দারুণ প্রতিবেদন শুনতে চাই৷ ইউরোপে ডেঙ্গু একটি তথ্যবহুল প্রতিবেদন৷ নানা অজানা তথ্য জানলাম এই রিপোর্ট থেকে৷ সত্যিই বেশ উপকারী একটি বিষয়৷ আমাদের দেশের অনেক মানুষ প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়৷ গোটা দক্ষিণ এশিয়ার অবস্থায় আশঙ্কাজনক৷ আর এই সময়ে এই চমৎকার প্রতিবেদন যেটা থেকে আমাদের শিক্ষার অনেক বিষয় আছে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ ভালো থাকবেন আপনারা ডেঙ্গুর হাত থেকে৷ জানিয়েছেন মো. সোহেল রানা হৃদয় ও রওশন আরা লাবনী, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ভিউয়ার/পরিদর্শক আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে৷

‘ফর্মুলা ওয়ানের চলতি মৌসুম' নিয়ে ১৩টি ছবির পরিবেশনা খুব ভালো লাগলো৷ সদ্য সমাপ্ত ফর্মুলা ওয়ান রেসের প্রতিযোগিতায় অবসর থেকে ফেরা মিশায়েল শুমাখারের সপ্তম স্থান লাভ খুব একটা অবাক হওয়ার কথা নয়৷ জার্মানির সেবাস্টিয়ান ফেটেলকে শুভেচ্ছা৷ জার্মানির ফর্মুলা ওয়ান রেসের কিংবদন্তি নায়ক সাতবারের চ্যাম্পিয়ন শুমাখার-এর উপর ‘ডাউন দ্য মেমোরি লেন' শীর্ষক কিছু ছবির পরিবেশনার অনুরোধ রইলো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি৷

অদ্য দুপুরে আপার সাথে বহুদিন পর ফোনে কথা বলে বেশ ভালো লাগলো৷ তারপরই চলে এলাম ইন্টারনেটে আপনাদের অনুষ্ঠান শোনার জন্য৷ আপনাদের বাংলা ওয়েবপেজ-এ গার্মেন্টস কর্মীদের প্রাণহানির পর হামলার এক বিশাল ছবি স্থান পেয়েছে৷ শুনলাম সুলতানা কামালের সাক্ষাৎকার, দ্য উইন্ড প্রাইস মানি নামক গান, আরো শুনলাম নন্দন৷ এতে বাঙালি রোমেলা আর আনন্দময়ীকে নিয়ে চমৎকার এক পরিবেশনা৷ অনেক অনেক ধন্যবাদ ডয়েচে ভেলে সুন্দর এসব পরিবেশনার জন্য৷

সেই ১৯৯২ সালে আপনাদের সাথে প্রথম সম্পর্কের সূত্রপাত হয়েছিল, যা আজ অবধি অব্যাহত রয়েছে৷ কামনা করবেন এ সম্পর্ক যেন আজীবন থাকে৷ আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই৷ মো. সাইফুল ইসলাম, ইয়ুথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার, বগুড়া৷

- ধন্যবাদ সবাইকে মতামত পাঠানোর জন্য৷