1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক ব্যবহার করে সমন জারি!

৪ ফেব্রুয়ারি ২০১৪

ফেসবুকের ১০ বছর পূর্তিকে ঘিরে বিশ্বের প্রায় সব গণমাধ্যমে খবর বেরিয়েছে৷ বসে নেই জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরাও৷ তারা ফেসবুক ব্যবহার করেই ফেসবুককে শুভেচ্ছা জানাচ্ছেন৷

https://p.dw.com/p/1B2Ny
ছবি: peshkova - Fotolia.com

ফেসবুক কর্তৃপক্ষ নিজে তাদের ফেসবুক পেজে সব ব্যবহারকারীকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট দিয়েছে৷

সামহয়্যার ইন ব্লগে জুবায়ের বিন লিয়াকত ফেসবুক সম্পর্কে ইন্টারনেট থেকে পাওয়া কয়েকটি মজার তথ্য তুলে ধরেছেন৷ যেমন তিনি লিখেছেন, ‘‘বর্তমানে কেউ ফেসবুক কিনতে চাইলে তাকে খরচ করতে হবে প্রায় ১৫ বিলিয়ন ডলার৷ ‘এলিয়েন’ নামে ফেসবুকে কেউ অ্যাকাউন্ট খুললে ফেসবুক কর্তৃপক্ষ সেটা ডিলিট করে দেয়৷

‘‘আইসল্যান্ডের নতুন সংবিধান তৈরির সময় সংবিধান কমিটি তাদের খসড়া সংবিধানটি সম্পূর্নরূপে ফেসবুকে শেয়ার করেছিল৷ পরবর্তীতে সে দেশের নাগরিকরা ঐ খসড়া সম্পর্কে ফেসবুকেই মতামত জানান৷ ঐ মতামতের উপর ভিত্তি করে নতুন সংবিধান প্রণীত হয়....কোনো মা তাঁর বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন কোনো ছবি কেউ ফেসবুকে আপলোড করলে তারঁ অ্যাকাউন্ট ফেসবুক কর্তৃপক্ষ মুছে দেয়৷''

ব্লগার লিয়াকত ফেসবুকের আরও একটি মজার ও বিস্ময়কর তথ্য খুঁজে পেয়েছেন৷ অস্ট্রেলিয়াতে নাকি সমন জারি করতে ফেসবুকের আশ্রয় নেয়া হচ্ছে৷ পরে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে এ সংক্রান্ত খবরটি পাওয়া যায়৷ সেটি ছিল ২০০৮ সালের ঘটনা৷ এর চার বছর পর ব্রিটেনেও একই রকম আরেকটি ঘটনার খবর দেয় ব্রিটিশ টেলিগ্রাফ পত্রিকা৷

সুমন জেবা সামহয়্যার ইন ব্লগে লিখেছেন, ‘‘আমাদের উচিত ফেসবুককে উইশ করা, কারণ ফেসবুক আমাদের জন্মদিনও মনে রাখে...৷ শুভ জন্মদিন ফেসবুক!''

ফেসবুকে তাজুল তাজ ফেসবুকের জন্মদিনটিকে ‘বিশ্ব ফেসবুক দিবস' নাম দিয়েছেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য