1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফোনালাপে পুটিনকে যুদ্ধ থামাতে বললেন শলৎস-মাক্রোঁ

১০ মার্চ ২০২২

এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে অবিলম্বে যুদ্ধ থামাতে বললেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

https://p.dw.com/p/48Ilj
এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে অবিলম্বে যুদ্ধ থামাতে বললেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷

ফ্রান্সের ভার্সাইতে ইইউ নেতাদের সম্মেলনকে সামনে রেখে বৃহস্পতিবার ফোনে পুটিনের সঙ্গে কথা বলেন জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট৷ এক ঘণ্টাব্যাপী আলাপকালে তারা দুইজনই পুটিনকে অবিলম্বে যুদ্ধ থামাতে বলেছেন৷ জার্মানির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ শলৎস ও মাক্রোঁ পুটিনকে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার আলোচনার মধ্য দিয়ে যুদ্ধ সংক্রান্ত যেকোন সমাধানে পৌঁছানো উচিৎ৷

ইউক্রেনে হাসপাতালে হামলা, রাশিয়ার দাবি সামরিক স্থাপনা

ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকেও ফোন কলের সত্যতা নিশ্চিত করা হয়েছে৷ এক বিবৃতিতে জানানো হয়েছে তিনজনই আগামী দিনে নিবিড় যোগাযোগ রাখতে সম্মত হয়েছেন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্সাইর সম্মেলনে ইউক্রেন সংকট নিয়ে ইইউ নেতারা আলোচনা করবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে৷

এর আগে বৃহস্পতিবার তুরস্কে মুখোমুখি বৈঠকে বসেছিলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ৷ তবে সেখানে যুদ্ধবিরতির বিষয়ে কোন ‘অগ্রগতি হয়নি’ বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার দুই সপ্তাহ পেরিয়েছে৷ এখন পর্যন্ত দেশটির ২২ লাখ শরণার্থী সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশীসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন৷

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান