1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্যাশন ডিজাইনার যখন নাট্য পরিচালক

২১ ডিসেম্বর ২০১৮

প্যারিসের ফ্যাশন ডিজাইনারদের খ্যাতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে৷ তাঁদেরই একজন এবার পরিচালক হিসেবে নিজের জীবনকাহিনি মঞ্চে নিয়ে এসেছেন৷ তিনি সেই গীতিনাট্যের মঞ্চসজ্জাও করেছেন৷

https://p.dw.com/p/3ATI6
ছবি: DW

ফরাসি ফ্যাশন ডিজাইনার জঁ পোল গোটিয়ে তাঁর বহুকালের এক স্বপ্ন পূরণ করেছেন৷ তাঁর লেখা প্রথম গীতিনাট্য মঞ্চস্থ হচ্ছে৷ শিশু বয়সেই তিনি ফোলি ব্যারশ্যার হলে নর্তকীদের দেখে মুগ্ধ হতেন৷ এবার ৬৬ বছর বয়সে তিনি নিজের ‘ফ্যাশন ফ্রিক শো' নিয়ে প্যারিসের ঐতিহ্যবাহী ক্যাবারে সংগীত হলে হাজির হয়েছেন৷ গোটিয়ে বলেন, ‘‘নয় বছর বয়সে আমি প্রথম টেলিভিশনে সেই নর্তকীদের দেখি৷ ঝুলন্ত পালক ধরে তাঁরা কী সুন্দর নাচছিলেন৷ এমন নাচ শিশুদের উপযুক্ত না হওয়া সত্ত্বেও দাদী আমাকে দেখতে দিয়েছিলেন৷ তখনই সেটা অসাধারণ লেগেছিল, তাই পালক, পোশাক ও জালের মতো স্টকিং – সব কিছুর ছবি এঁকে ফেলেছিলাম৷ নিজের টেডিবেয়ারকে সেভাবে সাজিয়েছিলাম৷''

জঁ পোল গোটিয়ে'র জীবনকে ঘিরেই গীতিনাট্য সাজানো হয়েছে৷‘ নানা' নামের টেডিবেয়ার ছিল তাঁর প্রথম মডেল৷ মঞ্চেও তাকে দেখা যাচ্ছে৷ পরনে বিশেষ স্টাইলের বক্ষবন্ধনী, যা পরে সংগীতশিল্পী ম্যাডোনার সাহসি পোশাকের অংশ হয়ে উঠেছিল৷

গোটিয়ে'র বিখ্যাত যে কর্সেট সব ফ্যাশন শোতেই দেখা যায়, সেটিও মঞ্চে স্থান পেয়েছে৷ সংগীতশিল্পী ডেমি মোঁদেনও মঞ্চে সেই পোশাক পরেন৷ তিনি বলেন, ‘‘এই পোশাক আমার জন্য মাপ অনুযায়ী তৈরি করা হয়েছে, তাই সেটা দেখার জন্য বেশ উদগ্রীব ছিলাম৷ জঁ পোল গোটিয়ে কোনো কস্টিউম নিয়ে কাজ শুরু করলে মনে হয়, তিনি যেন ঘোরের মধ্যে চলে গেছেন৷ তাঁর মধ্যে একটা রূপান্তর ঘটে৷ তারপর দ্রুত কাজ শেষ হয়ে যায়৷''

দুই বছর আগে বার্লিনের ফ্রিডরিশস্টাট হলে ‘দ্য ওয়ান গ্র্যান্ড শো' অনুষ্ঠানের জন্য এই তারকা ডিজাইনার ৫০০ কস্টিউম ডিজাইন করেছিলেন৷

গোটিয়ে নিজের গীতিনাট্যের পরিচালনার পাশাপাশি মঞ্চসজ্জার কাজও করেন৷ এটা একটা বড় চ্যালেঞ্জ৷ ফরাসি পরিচালক টোনি মার্শাল এই প্রকল্পে তাঁকে সহায়তা করেছেন৷ পরিচালক টোনি মার্শাল বলেন,‘‘শুরুতে তাঁর মনে দ্বিধা ছিল৷ এমনটা করা ঠিক হচ্ছে কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না৷ আমরা সবাই দ্রুত বুঝেছিলাম যে, নিজের জীবন মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে সেটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত৷ সেই কাহিনিও ফ্যাশনের সঙ্গে সম্পৃক্ত৷ তাছাড়া এই সময়কালে গোটা সমাজ বদলে গেছে৷ যখন জঁ পোল গোটিয়েকে চিনতামও না, তখনও তাঁর সাহসের কারণে তাঁকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণ্য করতাম৷''

এই বিদ্রোহী ডিজাইনারের প্রথম দিকের ফ্যাশন শোগুলিতেই বোঝা গিয়েছিল, শুধু ফ্যাশন উপস্থাপন করেই তিনি সন্তুষ্ট নন৷ ব়্যাম্পে কী যে ঘটবে, মডেল ও দর্শকরাও তা জানতেন না৷ এই সন্ধ্যায় আমন্ত্রিত অনেক অতিথিরও সেই সময়ের কথা মনে আছে৷

তাঁর গীতিনাট্যের মধ্যেও উগ্রতা ও অপ্রত্যাশিত নানা বিষয় রয়েছে৷ ফ্যাশন শো'র মতোই তিনি গীতিনাট্যেও লিঙ্গ অনুযায়ী ভূমিকা ভাগ করে দিয়েছেন৷ তবে কোনো প্রচলিত শৈলির মধ্যে তিনি নিজেকে আবদ্ধ রাখেননি৷ জঁ পোল গোটিয়ে বলেন, ‘‘আমি জীবনের আনন্দ ছড়িয়ে দিতে চাই এবং দেখাতে চাই যে, চোখ খোলা রেখে গোটা পৃথিবী ঘুরে নানাভাবে সৌন্দর্য ব্যাখ্যা করা সম্ভব৷ শুধু সদিচ্ছার প্রয়োজন৷''

নতুন এই গীতিনাট্য দর্শকদের কাছেও সাফল্য পাবে কিনা, তা জানার জন্য অপেক্ষা করতে হবে৷ চলতি বছরের শেষ পর্যন্ত প্যারিসে জঁ পোল গোটিয়ের ফ্যাশন ফ্রিক শো দেখা যাবে৷

কাটিয়া লিয়র্শ/এসবি