1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাংকফুর্ট বইমেলা

৯ অক্টোবর ২০১৩

নানা ধরনের নতুন স্টার্ট-আপ এবং পেনগুইন ব়্যান্ডম হাউস গোত্রীয় ‘মার্জার’ দিয়ে পুস্তক শিল্প অ্যামাজনের অগ্রগতি রোখার চেষ্টা করছে৷ যাঁরা বইয়ের আধেয় বস্তু নিয়ে চিন্তিত, আর যাঁরা বই বেচতে পারলেই খুশি, এ হলো তাঁদের লড়াই৷

https://p.dw.com/p/19wI1
Deutschland Brasilien auf der Frankfurter Buchmesse 2013 Impressionen vom Pavillion BRASILIEN bei der Frankfurter Buchmesse Foto DW/Jochen Kürten
ছবি: DW/J. Kürten

বিশ্বের বৃহত্তম বইমেলা ফ্রাংকফুর্ট বুক ফেয়ার শুরু হয়েছে৷ বইমেলার পরিচালক ইয়ুর্গেন বোস বলেছেন, ‘‘নতুন-পুরনো, ছাপানো বই আর ই-বুক, অ্যানালগ আর ডিজিটাল – এই সব পরিচিত বিভেদরেখা আর নয়৷ বিভেদরেখা এখন যাঁরা বইয়ের আধেয় নিয়ে ব্যস্ত, আর যাঁরা বই বেচতে চান, কিন্তু কি বা কি ধরনের বই, তা নিয়ে মাথা ঘামান না – এই দুই দলের মধ্যে৷''

বই ব্যবসায়ে যে নতুন স্টার্ট-আপগুলি জার্মানিতে এখন মাথা চাড়া দিচ্ছে, তারা ডিজিটাল বই তো বটেই, সেই সঙ্গে আধেয় আর বিক্রির মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করছে৷ উদাহরণস্বরূপ ‘টলিনো'-র নাম করা যেতে পারে৷ এটি হলো বিভিন্ন বুকশপ চেইন, ডয়চে টেলিকম, এবং সেই সঙ্গে ‘ফ্লিপইনটু' নামধারী একটি অনলাইন পাঠক সম্প্রদায়ের একটি যৌথ প্রচেষ্টা৷ টলিনোতে বিভিন্ন বই সংক্রান্ত নানা ধরনের হদিশ এবং রেকমেন্ডেশন দেওয়া হয়ে থাকে৷ ‘স্পটিফাই' মিউজিকের ক্ষেত্রে যা করেছে, টলিনো বইয়ের ক্ষেত্রে তা করার আশা রাখে৷

Deutschland Brasilien auf der Frankfurter Buchmesse 2013 Impressionen vom Pavillion BRASILIEN bei der Frankfurter Buchmesse Foto DW/Jochen Kürten
ফ্রাংকফুর্ট বইমেলায় এবারের ‘থিম দেশ’ ব্রাজিলছবি: DW/J. Kürten

ডিজিটাল পাবলিশিং

ফ্রাংকফুর্ট বইমেলার মুখপাত্র কাটিয়া ব্যোয়নে মনে করেন, মোবাইল যোগাযোগের ক্ষেত্রে স্মার্টফোন যে বিপ্লব ঘটিয়েছে, প্রকাশনার ক্ষেত্রে ডিজিটাল পাবলিশিং ঠিক তাই করতে চলেছে৷ গোড়ায় শুধুমাত্র ডিজিটাল ফরম্যাটে বই বেচার প্রচেষ্টা থেকে শুরু করে আজ বই ও তার আধেয়কে ঘিরে এক পর্যায় পরিষেবা গড়ে উঠেছে যার মধ্যে সেল্ফ-পাবলিশিং বা আত্ম-প্রকাশনাও পড়ে৷ এছাড়া পাওয়া যাচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যবহারের জন্য নানা থ্রি-ডি পণ্য যাতে ইন্টারঅ্যাক্টিভ গ্র্যাফিক্স-ও থাকে৷ নয়ত ইন্টারঅ্যাক্টিভ রিডিং থেকে শুরু করে ইন্টারনেট শপিং-এর নতুন পন্থা অবধি সব কিছু পাওয়া যাবে এই তালিকায়৷ মূল কথা হলো, ইন্টারনেটের মাধ্যমে বই বিতরণের নিত্যনতুন পন্থা উদ্ভাবনের প্রচেষ্টা চলেছে৷

Deutschland Brasilien auf der Frankfurter Buchmesse 2013 Impressionen vom Pavillion BRASILIEN bei der Frankfurter Buchmesse Foto DW/Jochen Kürten
বইমেলা প্রাঙ্গন আবারো সেজেছে ফ্রাংকফুর্টেছবি: DW/J. Kürten

বেস্টসেলারের খোঁজে

বই প্রকাশনার পরিবেশটাই বদলে গেছে, ইয়ুর্গেন বোস রিপোর্টারদের কাছে মন্তব্য করেন৷ তার সর্বাধুনিক উদাহরণ হলো ই এল জেমস-এর যৌনরসাত্মক বেস্টসেলার ‘‘ফিফটি শেডস অফ গ্রে'', যা ৫০টি ভাষায় অনুদিত হয়েছে এবং বিশ্বব্যাপী সাত কোটি কপি বিক্রি হয়েছে৷ সকলেই এখন এই ধরনের একটি বেস্টসেলার চায়, বলেছেন বোস৷ হয় পরবর্তী হ্যারি পটার, নয়ত পরবর্তী ‘‘ফিফটি শেডস অফ গ্রে'', নয়ত পরবর্তী ড্যান ব্রাউন৷

ফ্রাংকফুর্ট বইমেলায় প্রদর্শকের সংখ্যা এবার সাত হাজারের বেশি৷ বই ছাড়াও ফিল্ম, ভিডিও গেম এবং সংশ্লিষ্ট পণ্য এখন প্রথাগত পুস্তক ব্যবসায়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত৷ ব্রাজিল এবার অতিথি দেশ; সেখান থেকে আসছেন প্রায় ৯০ জন লেখক৷

এসি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য