1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাঙ্কফুর্টে ছোট বিমান দুর্ঘটনা, মৃত দুই

৯ জুন ২০২১

ফ্রাঙ্কফুর্টের কাছে ছোট বিমান দুর্ঘটনায় মারা গেলেন দুইজন। বিমানটি একটি গাছে আছড়ে পড়ে।

https://p.dw.com/p/3uc2W
দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে ক্রেনে করে নিয়ে আসা হয়েছে সড়কে। ছবি: Michael Seeboth/dpa/picture alliance

যে জায়গায় দুর্ঘটনা হয়েছে, তার কাছেই বিমানবন্দর, রেললাইন এবং বড় রাস্তা। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি বিমানবন্দরেই যাচ্ছিল। বিমানে দুই জন ছিলেন। দুই জনই মারা গেছেন। পুলিশ জানিয়েছে, একজনের বয়স ৬৭, অন্যজনের ৫৩ বছর। 

সংবাদসংস্থা ডিপিএ-কে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা মনে করছেন, এমারজেন্সি প্যারাসুট কাজ করেনি। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তদন্তকারী অফিসাাররা এখন খতিয়ে দেখছেন, কেন এই দুর্ঘটনা হলো।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে স্থানীয় সংবাদমধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বেলা ২টো ৩০ মিনিট  নাগাদ এই দুর্ঘটনা হয়।

তবে দুর্ঘটনার ফলে পাশে এ৬৬ হাইওয়ে বা রেললাইনের কোনো ক্ষতি হয়নি। ছোট বিমানটি হাইওয়ের পাশে ছোট রাস্তার ধারে একটি গাছের উপর আছড়ে পড়ে।

ফারহা বাহগত/ জিএইচ