1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রান্সে গির্জায় ছুরি হামলায় তিনজন নিহত

২৯ অক্টোবর ২০২০

ফ্রান্সের নিস শহরের এক গির্জায় ছুরি হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন৷ আহত হয়েছেন কয়েকজন৷ শহরের মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি একে সন্ত্রাসী হামলা মনে করছেন৷

https://p.dw.com/p/3kaQs
ছবি: Dylan Meiffret/dpa/picture alliance

হামলাকারীকে আটক করা হয়েছে৷ পুলিশ তাকে ধরার পরও তিনি ‘আল্লাহ আকবর’ বলে যাচ্ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র৷

ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি বলছে, গির্জার ভেতরে দুজন প্রাণ হারান৷ অন্যজন আহত হয়ে কাছের একটি বারে আশ্রয় নিলে সেখানে মারা যান৷ নিহত তিনজনের অন্তত একজনের গলা কেটে ফেলা হয়েছে৷

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী অফিস ঘটনার তদন্ত শুরু করেছে৷ 

এর আগে ১৬ অক্টোবর প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়ের পাটিকে ছুরি হামলা চালিয়ে হত্যা করা হয়৷ তিনি ক্লাসরুমে বাকস্বাধীনতা পড়াতে গিয়ে মহানবি (সাঃ) এর কার্টুন দেখিয়েছিলেন বলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ৷ 

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)