‘ফ্রিল্যান্সিং সম্পর্কে ডিডাব্লিউ থেকে পেলাম নানা তথ্য’ | পাঠক ভাবনা | DW | 04.12.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ফ্রিল্যান্সিং সম্পর্কে ডিডাব্লিউ থেকে পেলাম নানা তথ্য’

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১২৷ এই প্রতিবেদনটি সবার জন্য উপকারে আসবে বলে মনে করি৷ বিশেষ করে যাঁরা বেকার এবং যাঁরা স্বনির্ভর হতে চান, তাঁদের জন্য৷ কারণ ফ্রিল্যান্সিং সম্পর্কে নানা তথ্য পাবেন এখানে৷

প্রযুক্তি নির্ভর কোনো আয়োজনের সাক্ষী হতে পারলে ভালো লাগবে৷ তাই আজ বিকেলেই চেষ্টা করবো একবার ঘুরে আসার জন্য৷ বন্ধুদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি ডয়চে ভেলেকে৷

সকালেই চেষ্টা করি বিশ্বের সর্বশেষ নানা খবরের খোঁজ নিতে৷ আর তা চাই ডয়চে ভেলের পাতা থেকে৷ তাই প্রতিদিন সকালে খুলে বসি ডয়চে ভেলের অন্তরজাল পাতা৷ কিন্তু আজ খুশি হতে পারলাম না৷ কারণ, গতকাল অস্ট্রেলিয়ার নামকরা খেলোয়াড় রিকি পন্টিং খেলা থেকে অবসর নিলেন, অথচ আপনাদের পাতা থেকে কোনো খবরই পেলাম না৷ আশা করছি পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন পাবো৷ এভাবেই লিখেছেন নিয়মিত বন্ধু মো. সোহেল রানা হৃদয়, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ভিউয়ার/পরিদর্শক, আই জি এস অ্যান্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে৷

৩ রা ডিসেম্বর রাতের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর হরতাল কর্মসূচি বিষয়ে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ ছিল৷ যে কোনো পরিস্থিতিতে হরতালের মতো ক্ষতিকর কর্মসূচি কাম্য নয়৷ বি এম ফয়সাল আহমেদ, লিপন স্মৃতি রেডিও লিসনারস ক্লাব, ঘোড়াদাইড়, সুলতানশাহি, গোপালগঞ্জ৷

‘ভারতে ভালুক নাচ বন্ধ হলো অবশেষে' প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ জীববৈচিত্র সুরক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই সুন্দর সিদ্ধান্ত প্রশংসার দাবিদার৷ ডয়চে ভেলের ওয়েবসাইটে দোহার জলবায়ু সম্মেলন সম্পর্কে ঝুমুর বারির ‘দোহায় যজ্ঞ চলছে, উপাচারের খরচ উঠবে কি?' শীর্ষক প্রতিবেদনটি পড়লাম৷

এই সম্মেলনের ফলাফলে আশার চেয়ে হতাশার সুরটি প্রতিফলিত হয়েছে৷ বিশ্ববাসীর কল্যাণে পরিবেশ সুসংহত করার জন্য শিল্পোন্নত দেশগুলো প্রতিপাদ্য বিষয়ে তাদের বৈরী মনোভাব কি আদৌ পরিত্যাগ করবে না? মো.আফজাল আলী খান, নন্দন বেতার শ্রোতা সংঘ, মধ্য আলিপুর, ফরিদপুর৷

Bangladesch Dhaka Islamisten Generalstreik

৩ রা ডিসেম্বর রাতের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর হরতাল কর্মসূচি বিষয়ে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ ছিল

জাতিসংঘের সাধারণ সভায় ফিলিস্তিনের ‘পর্যবেক্ষক' রাষ্ট্রের সদস্য ভুক্তির লক্ষ্যে ভোট দানে জার্মানির বিরত থাকার কারণ এবং এর পরিপ্রেক্ষিতে জার্মান ইসরায়েল কূটনৈতিক ও পারস্পারিক সমঝোতার সম্পর্ক নিয়ে একটু গভীর বিশ্লেষণমূলক পরিবেশনা চাই৷

আজ সারাটা দিন ভীষণ ব্যাস্ততার মধ্য দিয়ে কাটানোর পর এই একটু সময় পেলাম ওয়েবসাইট দেখার৷ চোখ বুলিয়ে নিলাম নতুন নতুন প্রতিবেদন আর ছবির ফ্রেমগুলোর ওপর৷ দোহায় জলবায়ু সম্মেলনের উদ্দেশ্য, জাতিসংঘের ‘পর্যবেক্ষক' রাষ্ট্র ফিলিস্তিন, বড়দিনের বাজারের ওপর ছবিঘর ভালো লাগলো৷ তবে সংস্কৃতি-বিনোদনের পাতায় মন্দিরের মজাদার প্রসাদ নিয়ে ছবির পরিবেশনার যৌক্তিকতা খুজে পেলাম না৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি৷

হয়ত ভাবছেন মতামত কেন পাচ্ছেন না! আবারো বিপর্যয়! গত বছর এসময় এফএম-এ অনুষ্ঠান ভালো শোনা গেলেও এবার ঠিকমতো শুনতে পাচ্ছি না৷ সকালে চুয়াডাঙ্গার আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বললাম, তিনিও ঐ একই কথা জানালেন৷ আপা, এফএম শোনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷ ভালো থাকবেন৷ প্রফেসর আশরাফুল ইসলাম, গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব, থানাপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে৷

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আজ ৪ তারিখ সকালে চট্টগ্রাম এফএম ১০৫.৪০ মেগাহাৎর্স-এ ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনতে পাইনি৷ পুরো সময় শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যায়নি৷ তবে চট্টগ্রাম হতে প্রচারিত অন্যান্য বেসরকারি রেডিও অনুষ্ঠানগুলো কোনো প্রকার সমস্যা ছাড়াই ভালো শোনা গেছে৷ বিষয়টি আপনাদের সদয় অবগতির জন্য জানানো হলো৷

গতকাল সকালের অনুষ্ঠান শুনে আবার লিখছি৷ তবে প্রথমে জানতে চাই একদিন আগে বিশ্ব এইডস দিবস থাকলেও সকালের অনুষ্ঠানে এই বিষয়ে ডয়চে ভেলে থেকে কোনো প্রতিবেদন প্রচার করা হয়নি! কেন? জানাবেন কি!!

- বিশ্ব এইডস দিবস নিয়ে কিন্তু আমাদের দিনের অনুষ্ঠানে প্রতিবেদন ছিল৷ ছিল ছবিঘরও৷

‘যৌনতা নিয়ে আলোচনায় নীরবতা ভাঙলো ভারত' শিরোনামে প্রচারিত প্রতিবেদনটি অন্য যে কোনো প্রতিবেদনের থেকে ব্যতিক্রম ছিল৷ ব্যতিক্রমধর্মী এই প্রতিবেদনের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ, তবে যে যাই বলুক সকলকেই ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত৷

‘বিজ্ঞান ডট কম' পর্বে ইউরোপে ডেঙ্গু জ্বর নিয়ে পরিবেশনটি তথ্যবহুল ছিল, এই প্রতিবেদন থেকে ডেঙ্গু জ্বর সর্ম্পকে অনেক অজানা তথ্য জানা গেল৷

‘ইউরোপের ফুটবলে ফিরছেন ডেভিড বেকহ্যাম' শিরোনামে প্রতিবেদনটি শুনে ভালো লাগলো৷ আশা করি ডেভিড বেকহ্যাম স্বরূপে ইউরোপে ফিরে আসবেন এবং তাঁর পা আবারো জাদু দেখাবে৷ ধন্যবাদান্তে, মাহফুজ, ঝাকুনীপাড়া, কুমিল্লা৷

৪ই ডিসেম্বর সকালের অনুষ্ঠানে ডয়চে ভেলের বড় একটি ভুল লক্ষ্য করলাম৷ উক্ত দিনে ভুলক্রমে নভেম্বর মাসের ধাঁধার প্রশ্ন বলা হলো৷ ভবিষ্যতে ডয়চে ভেলের কাছে এমন ভুল আমাদের কাম্য নয়৷

- এটি একটি যান্ত্রিক গোলযোগ৷ এ জন্য আমরা দুঃখিত৷

‘নন্দন' পর্বে ডি এল রায়কে নিয়ে পরিবেশনাটি খুব ভালো লেগেছে৷ আসলে আমি নিজে জানতাম না বাংলা সাহিত্যে তাঁর এত বড় অবদানের কথা৷ অনুরোধ রইলো এ বিষয়ে আরো অনুষ্ঠান করার জন্য৷ ‘টিনিটাস' রোগ নিয়ে পরিবেশনাটি ছিল তথ্যবহুল৷ শুভেচ্ছান্তে মো. রাসেল সিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

গতকাল টেলিফোনে মতামত জানিয়েছেন উথলীবাজার, চুয়াডাঙ্গা থেকে শ্রোতাবন্ধু মোহাম্মদ আবদুল্লাহ৷ আজ টেলিফোন করেছেন শ্রোতাবন্ধু মনির হোসেন, সারদা, রাজশাহী থেকে৷ তিনি বললেন, ডয়চে ভেলে থেকে ক'দিন আগে পাওয়া রেডিওতে ডয়চে ভেলের দু'বেলার অনুষ্ঠান খুবই ভালো শুনতে পাচ্ছেন, যা খুবই ভালো লাগছে৷

- সবাইকে অনেক অনেক ধন্যবাদ ই-মেলে মতামত জানানোর জন্য৷

আর আজ যাঁদের মতামত এখানে তুলে ধরা হলো, তাঁদের বেশিরভাগই আমাদের ফেসবুক বন্ধু৷ আপনারা জানেন আমাদের বন্ধুরা সংখ্যা ‘দশ হাজার' হতে আর খুব বেশি বাকি নেই৷ ১০ হাজারের ঘর অতিক্রম করলে, তা নিয়ে আমাদের কিছু পরিকল্পনাও আছে৷ কাজেই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বন্ধু, পরিচিত সবাইকে বলুন সে কথা৷ শেয়ার করুন ফেসবুকের লিংকগুলো৷ যত তাড়াতাড়ি বন্ধুর সংখ্যা ‘দশ হাজার' হবে, আপনারা তত তাড়াতাড়ি জানতে পারবেন আমাদের বিশাল আয়োজনের কথা৷ একদম দেরি নয় বন্ধুরা, ক্লিক করুন: www.facebook.com/dwbengali

নির্বাচিত প্রতিবেদন