1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রেঞ্চ ওপেন জিতে রেকর্ড ছুঁলেন নাদাল

১২ অক্টোবর ২০২০

জকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন নাদাল।

https://p.dw.com/p/3jlzl
ছবি: Christian Hartmann/Reuters

করোনার সময়েও টেনিসে ইতিহাস তৈরি হলো। ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে জকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে রজার ফেডেরারের রেক্রড ছুঁয়ে ফেললেন নাদাল। তাঁর পকেটেও এখন ২০টা গ্র্যান্ডস্লাম জেতার বিশ্ব রেকর্ড।

ইউএস ওপেনের পরে ফ্রেঞ্চ ওপেনও হচ্ছে দর্শকশূন্য মাঠে। কিন্তু তাই বলে আগ্রহ কম ছিল না। বিশেষ করে রোববার পুরুষদের ফাইনাল নিয়ে। টেলিভিশন সেটের সামনে অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন। অপেক্ষায় ছিলেন বড় ম্যাচের। বহু দিন পর ফের মুখোমুখি হয়েছিলেন দুই তারকা নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল। অনেকেই এ দিনের খেলায় জকোভিচকে ফেভারিট হিসেবে বাজি ধরেছিলেন। বস্তুত, এই মুহূর্তে বিশ্বের এক নম্বর তারকা জকোভিচ। সম্প্রতি ইউএস ওপেনে অনিচ্ছাকৃত ভাবে লাইন গার্লকে বল দিয়ে আঘাত না করলে তাঁর ফাইনালে যাওয়ার পর্যাপ্ত সুযোগ ছিল । অন্য দিকে নাদাল দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন। সব মিলিয়ে সকলেরই ধারণা ছিল টান টান ম্যাচ দেখার সুযোগ হবে।

কিন্তু বাস্তবে তা ঘটেনি। নাদালের সামনে এ দিন কার্যত দাঁড়াতেই পারেননি জকোভিচ। ৬-০, ৬-২, ৭-৫ গেমে জকোভিচকে কার্যত উড়িয়ে দিয়েছেন নাদাল। জিতে নিয়েছেন তাঁর ১৩তম ফ্রেঞ্চ ওপেনের খেতাব এবং ২০তম গ্র্যান্ডস্লাম খেতাব। এখনো পর্যন্ত টেনিসের ইতিহাসে ২০টি গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ড কেবলমাত্র রজার ফেডেরারের আছে। এ বছর কোনো টুর্নামেন্টেই তিনি অংশ নিচ্ছেন না। হাঁটুর চোট সারিয়ে কোর্টে নামতে পারেননি তিনি। এ দিন নাদাল পুরস্কার হাতে নেওয়ার পরে ফেডেরার তাঁকে অভিনন্দন জানিয়েছেন। ফেডারার বলেছেন, এখনো নাদাল অনেক দূর যেতে পারবেন। তাঁর কেরিয়ার এখনই শেষ হয়ে যাচ্ছে না। রেকর্ডের আরো বড় বড় মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। পাশাপাশি ফেডেরার বলেছেন, তিনিও দ্রুত সুস্থ হয়ে কোর্টে নামবেন। লড়াই হবে সমানে সমানে।

এসজি/জিএইচ (এপি, এএফপি)