1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বইয়ের বাজারে আসছে উইলিয়াম-কেট প্রেম কাহিনী

২৮ নভেম্বর ২০১০

অনেক দিন পর ব্রিটিশ রাজপরিবার আবারও ব্যস্ত হয়ে উঠেছে বিয়ের আয়োজনে৷ আসছে এপ্রিলে প্রিন্স উইলিয়ামের বধূ হিসেবে বরণ করে নেওয়া হবে কেট মিডলটনকে৷ এদিকে এই রাজকীয় আয়োজন নিয়ে কিন্তু প্রকাশকরাও পিছিয়ে নেই৷

https://p.dw.com/p/QKBP
ছবি: picture-alliance/dpa

মাত্র দশদিন আগে বান্ধবী কেটকে বিয়ের আংটি পরানোর কাহিনী সবাইকে জানিয়েছেন প্রিন্স উইলিয়াম৷ যদিও গত মাসে কেনিয়াতেই নাকি এই কাজ সেরে ফেলেছেন বলে জানা গেছে৷ এবার ব্রিটিশ রাজপরিবারের আরও একটি ঘটনা শোনা গেল৷ দুইজনের প্রেম কাহিনী নিয়ে নতুন বই প্রকাশিত হওয়ার খবর৷ ‘উইলিয়াম অ্যান্ড কেট: আ রয়্যাল লাভ স্টোরি' নামে নতুন বইটি এই সপ্তাহেই বাজারে আসছে৷ বইটি লিখেছেন ব্রিটিশ ট্যাবলয়েড সান এর সাংবাদিক জেমস ক্লেঞ্চ৷ দীর্ঘদিন ধরে ব্রিটিশ রাজপরিবারের নানা খবরাখবর নিয়ে লেখালেখি করে আসছেন জেমস ক্লেঞ্চ৷ এবার তাঁর কলমেই উঠে আসছে কীভাবে সাধারণ পরিবারের একজন মেয়েকে ভালোবেসে ফেললেন প্রিন্স উইলিয়ামস৷ জানা গেছে, বইটিতে থাকছে এই দুজন ছাড়াও রাজপরিবারের অনেক ছবি৷ আর এসব ছবি তুলেছেন রাজপরিবারের দীর্ঘদিনের চিত্রগ্রাহক আর্থার অ্যাডওয়ার্ডস৷

Flash-Galerie Prinz William Kate Middleton
ব্রিটিশ সংবাদমাধ্যম এখন সরব প্রিন্স উইলিয়ামের বিয়ে নিয়েছবি: AP

উল্লেখ্য, উইলিয়ামস আর কেটের পরিচয় হয় সেই ২০০১ সালে যখন তারা দুজনই স্কটল্যান্ডের সেইন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন৷ এরপর বন্ধুত্ব থেকে প্রেম, তবে মাঝখানে ২০০৭ সালে খানিকটা সময়ের জন্য মান অভিমান৷ ফলে কিছুদিনের জন্য বিচ্ছেদ৷ তবে পুরনো প্রেম জোড়া লাগতে বেশি সময় লাগেনি৷ আর এই দফায় একেবারে পূর্ণতা পেতে যাচ্ছে বিয়ের মাধ্যমে৷

এদিকে জানা গেছে, ব্রিটিশ রাজপরিবারের এই প্রেম কাহিনী নিয়ে নাকি আরও বই বের হচ্ছে৷ তবে এর মধ্যে যেটি উল্লেখযোগ্য তা হলো প্রখ্যাত সাংবাদিক অ্যান্ড্রু মর্টনও নাকি একটি বই বের করছেন৷ মনে আছে অ্যান্ড্রু মর্টনকে? ১৯৯২ সালে ‘ডায়ানা: হার ট্রু স্টোরি' লিখে যিনি গোটা ব্রিটিশ রাজপরিবারকে কাঁপিয়ে দিয়েছিলেন৷ প্রিন্স চার্লসের সঙ্গে সংসারের আড়ালে প্রিন্সেস ডায়ানার দুঃখের জীবন তুলে এনেছিলেন এই অ্যান্ড্রু মর্টন৷ এবারও কি তেমন কিছু লিখতে যাচ্ছেন তিনি?

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য