1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বখাটের অত্যাচারে তরুণীর আত্নহত্যায় তোলপাড়

৪ এপ্রিল ২০১০

বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আজ বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে ছাপা হয়েছে৷ তার মধ্যে একটি খবর সবগুলো দৈনিক পত্রিকায় বেশ গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে, বখাটে যুবকদের অত্যাচারে এক তরুণীর আত্মহত্যার ঘটনা৷

https://p.dw.com/p/MmnP
বিদেশী স্কুলগুলোতে বিপরীত লিঙ্গের প্রতি সম্মানবোধ গড়ে তোলা হয় শিশুকাল থেকেইছবি: picture-alliance/ dpa

বখাটেদের অত্যাচারে তরুণীর আত্মহত্যা

সমকাল এবং যুগান্তর খবরটিকে তাদের অনলাইন সংস্করণে প্রধান শিরোনাম করেছে৷ সমকাল ‘বখাটেদের উৎপাতে আরও এক ছাত্রীর আত্মহনন’ এই শিরোনামে লিখেছে, খিলগাঁওয়ের ১৪ বছরের স্কুল ছাত্রী উম্মে কুলসুম ইলোরা স্থানীয় বখাটে রেজাউল করিমের অত্যাচার থেকে বাঁচতে আত্মহননের পথ বেছে নিয়েছে৷ শনিবার দুপুরে সে সবার অজান্তে কীটনাশক পান করে আত্মহত্যা করে৷ তার মা হালিমা নিজাম জানিয়েছেন, রেজাউল করিম ও তার বন্ধুরা গত প্রায় এক বছর ধরে ইলোরাকে উত্যক্ত করে আসছিল৷ স্কুলে আসা যাওয়ার পথে তারা এই কাজ করতো বলে লেখা হয়েছে সমকালের প্রতিবেদনে৷ এতে আরও বলা হয়েছে, বখাটে যুবক রেজাউল করিমের বাবা মাকে এই ঘটনা জানানোর পর ইলোরার মা হালিমা নিজামকেও হুমকি দিয়েছিল সে৷ এই ঘটনায় ইলোরার বাবা একটি আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করেছেন৷

বিদ্যুৎ ও গ্যাস সংকট

স্বাভাবিকভাবেই বিদ্যুত ও গ্যাস সংকটের বিষয়টিতে এখনও গুরুত্ব দিয়ে আসছে পত্রিকাগুলো৷ এই নিয়ে তারা বিশেষ প্রতিবেদনও ছাপছে৷ যেমন প্রথম আলো ‘বিদ্যুতের জন্য গ্যাস বৃদ্ধির উদ্যোগ পুরো কার্যকর হয়নি’ এই শিরোনামে একটি প্রতিবেদন ছেপেছে৷ এতে বলা হয়েছে৷ পাঁচটি সার কারখানা বন্ধ করে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোর সরকারি উদ্যোগ পুরোপুরি কার্যকর হয়নি৷ গতকাল পর্যন্ত দুটি কারখানা—কাফকো ও চিটাগাং ইউরিয়া সার কারখানা বন্ধ করা হয়েছে৷ পলাশ, ঘোড়াশাল ও যমুনা সার কারখানায় গতকালও সীমিত পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়েছে৷ আজ রোববার রাত নাগাদ এগুলো বন্ধ হতে পারে বলে জানা গেছে৷

এছাড়া ইত্তেফাক এক প্রতিবেদনে বলেছে, ক্রমবর্ধমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে শিল্পখাতে বিপর্যয়ের আশংকা তৈরি হয়েছে৷ রফতানিমুখী শিল্পের বিনিয়োগকারীরা জানিয়েছেন, চলমান সংকটকে সহনীয় পর্যায়ে কমিয়ে আনা সম্ভব না হলে রফতানি বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিপর্যয় অবধারিত৷ তবে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের বিদ্যুৎ সংকট কাটাতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে৷ তাঁর এই বক্তব্যও দৈনিক পত্রিকাগুলোতে ছাপা হয়েছে৷

চট্টগ্রামে পানির সংকট

এদিকে বিডি নিউজ একটি প্রতিবেদন ছেপেছে যাতে চট্টগ্রাম মহানগরীতে তীব্র পানির সংকটের কথা তুলে ধরা হয়েছে৷ এতে বলা হয়েছে চাহিদা যা রয়েছে তার অর্ধেকও মেটাতে পারছে না চট্টগ্রাম ওয়াসা৷ ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, পানির চাহিদা দৈনিক প্রায় পঞ্চাশ কোটি লিটার৷ এর বিপরীতে ওয়াসা সরবরাহ করতে পারে মাত্র বিশ কোটি লিটার৷ কিন্তু বিদ্যুৎ ব্যবস্থাপনার (লোডশেডিং) কারণে প্রতিদিন স্বাভাবিকের চেয়ে ৫০ লাখ লিটার কম পানি উৎপাদিত হচ্ছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়