1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কটূক্তির অভিযোগে কার্টুনিস্ট, লেখক গ্রেপ্তার

৬ মে ২০২০

সামাজিক মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও ত্রাণ বিতরণ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে ব়্যাব৷

https://p.dw.com/p/3bqNO
প্রতীকী ছবিছবি: Reuters/M. Ponir Hossain

রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ব়্যাবের দায়ের করা মামলায় বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে৷ তাদের রিমান্ডের কোনো আবেদন নেই বলেও জানান তিনি৷

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, কিশোরকে কাকরাইল এবং মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তার করে ব়্যাব৷ এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়৷

রমনা থানার পরিদির্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব-৩ এর ডিএডি জহিরুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল আইনে মামলা করেছেন৷ সেখানে মোট ১১ জনকে আসামি করা হয়৷

র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘‘তারা দুজন (কিশোর ও মুশতাক) সামাজিক মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছিলেন৷ বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে৷’’

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২০১৯ সালের ছবিঘরটি দেখুন.. 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য