1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধুর পলাতক ৬ খুনিকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা

১৪ আগস্ট ২০১০

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক ৬ আসামিকে দেশে ফেরত আনার জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে৷ নেয়া হচ্ছে ইন্টাপোলের সহায়তা৷

https://p.dw.com/p/Onnm
ছবি: AP

স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, যত দেরিই হোক তাঁদের দেশে ফেরত এনে মৃত্যুদন্ড কার্যকর করা হবে৷

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ১২ জন আসামির মধ্যে ৬ জনকে ফাঁসি দেয়া হয় চলতি বছরের ২৭শে জানুয়ারি৷ কিন্তু মৃত্যুদন্ডপ্রাপ্ত ৬ জন আসামি এখনো পলাতক রয়েছে৷ প্রায় একযুগ ধরে তাঁরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন৷ পলাতকরা হলেন, খন্দকার আব্দুর রশীদ, শরিফুল হক ডালিম, মোসলেহউদ্দিন, নুর চৌধুরী, এম এ রাশেদ চৌধুরী এবং আব্দুল মাজেদ৷ তাঁদের ফিরিয়ে আনার জন্য ইন্টাপোলের সহায়তা চাওয়া হয়েছে৷ আর চালান হচ্ছে জোর কূটনৈতিক তৎপরতা, জানালেন বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত ফারুক খান৷

অন্যদিকে, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, যতই দেরি হোক না কেন পলাতক ৬ জনকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদন্ড কার্যকর করা হবে৷ কিন্তু তাঁরা বিদেশে অবস্থান করায় তাঁদের ফিরিয়ে আনায় কিছু আইনী জটিলতা রয়েছে বলে জানান তিনি৷

জানা গেছে, পলাতকরা কানাডা, যুক্তরাষ্ট্র এবং লিবিয়ায় অবস্থান করছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার