1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'বঙ্গভবনকে ধূমপানমুক্ত এলাকা' ঘোষণা রাষ্ট্রপতির

২ জুন ২০১০

ভবন ধস, ‘আমার দেশ’ বন্ধ, বৃক্ষমেলার উদ্বোধন, মুসার দেশে ফেরা, মহাজোটের সভা এবং বাজেট অধিবেশন সম্পর্কিত খবর বিশেষভাবে গুরুত্ব পেয়েছে ঢাকার পত্র-পত্রিকাগুলোতে৷ রয়েছে 'বঙ্গভবনকে ধূমপানমুক্ত এলাকা' ঘোষণার খবর৷

https://p.dw.com/p/NfHR
বাজেট অধিবেশন আজছবি: picture-alliance/ dpa

মহাজোট নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোটগত ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘‘আগামী দিনেও দেশ গঠনে আমরা একযোগে কাজ করলে জনগণের আস্থা ও বিশ্বাস অটুট থাকবে৷ সেভাবেই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে৷ ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে আবারও সফলতা পাব৷'' প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে তাঁর সরকারি বাসভবন ‘গণভবনে' আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় দল এবং মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক ও তাদের সম্মানে আয়োজিত নৈশভোজে এ কথা বলেন৷ দৈনিক কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, ইত্তেফাক, নিউ এইজসহ প্রায় সব পত্রিকার প্রথম পাতায় জায়গা করে নিয়েছে মহোজোটের সভার এই খবর৷ খবরে প্রকাশ, জনগণের কল্যাণ নিশ্চিত করতে বর্তমানের মতো আগামী দিনেও জোটগতভাবে সবার ইতিবাচক সমর্থন প্রত্যাশা করেন শেখ হাসিনা৷

'বঙ্গভবনকে ধূমপানমুক্ত এলাকা' ঘোষণা

দৈনিক যায়যায়দিন পত্রিকার অনলাইন সংস্করণের হোমপেজেই স্থান পেয়েছে বঙ্গভবনকে ধূমপানমুক্ত ঘোষণা করার খবর৷ এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অধিক সচেতন করতে দেশের চিকিৎসক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ ও অন্যান্য সংগঠনের সম্মিলিত একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে মঙ্গলবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান৷ রাষ্ট্রপতি 'বঙ্গভবনকে ধূমপানমুক্ত এলাকা' হিসেবে ঘোষণা করে দেশের সব সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ধূমপানমুক্ত করার আহ্বান জানান৷ তিনি বলেন, ধূমপান প্রতিরোধে তাঁর সব ধরনের সহযোগিতা থাকবে৷

এভারেস্ট বিজয়ী বাংলাদেশি যুবক মুসাকে বিমানবন্দরে সংবর্ধনা

এভারেস্ট বিজয়ী বাংলাদেশি যুবক মুসা ইব্রাহিমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে৷ দৈনিক প্রথম আলো, জনকণ্ঠ, সমকাল, যুগান্তর, ডেইলি স্টারসহ সব পত্রিকার প্রথম পাতায় স্থান করে নিয়েছে মুসার দেশে ফেরার এই স্মরণীয় মুহূর্তের খবরটি৷ খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিকেলে ইয়ংওয়ান করপোরেশন পরিচালিত একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছলে সরকার ও বিরোধী দলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়৷ এ সময় মুসা ইব্রাহিমের বাবা, মা, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের লোকজন বিমানবন্দরে উপস্থিত ছিলেন৷ মিডিয়ার সামনে দেওয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘‘দেশে এসে আমার খুব ভাল লাগছে৷ দেশের লোকজন আমাকে এভাবে শুভেচ্ছা জানাবে তা আমার জানা ছিল না৷ প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় উঠতে পেরে গর্বিত৷ আশা করি আমার এ এভারেস্ট বিজয় দেশের অন্য তরুণদের উৎসাহিত করবে৷'' তিনি বলেন, ‘‘এভারেস্টের চূড়ায় দেশের পতাকা উড়িয়ে যে কাজ করেছি তাতে দেশের ১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণ হয়েছে৷''

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন